এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া অমিত শাহের একাধিক পদক্ষেপ – জানুন বিস্তারিত

বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া অমিত শাহের একাধিক পদক্ষেপ – জানুন বিস্তারিত


আসন্ন লোকসভা নির্বাচনে বাংলাই এখন প্রধান টার্গেট গেরুয়া শিবিরের। তাই তো কদিন আগেই এই বাংলার 3 প্রান্ত থেকে গণতন্ত্র বাঁচাও নামক রথযাত্রা কর্মসূচির উদ্যোগ নিয়েছিল তাঁরা। বিজেপির অভিযোগ, রাজ্যের পক্ষ থেকে আইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে তাঁদের সেই রথযাত্রাকেও ভেস্তে দেওয়া হয়েছে। এখন বর্তমানে বিজেপির সেই রথযাত্রাটি আদৌ হবে কিনা সেই ব্যাপারটি নির্ভর করছে দেশের শীর্ষ আদালতের রায়ের ওপরই।

এদিকে একের পর এক কর্মসূচি নিয়েও এইভাবে পিছিয়ে আশায় কিছুটা হতাশ রাজ্য বিজেপির অনেক নেতাকর্মীরাও। এমনকি এই রথযাত্রার কর্মসূচি উপলক্ষে রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসার কথা থাকলেও পরবর্তীতে তিনি নিজেই তার সফর বাতিল করায় অনেকটাই অস্বস্তিতে পড়েছেন গেরুয়া শিবিরের নেতারা।

পরবর্তীতে আগামী 29 শে জানুয়ারি বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা থাকলেও এবার প্রধানমন্ত্রীর সফরের আগেই রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জানা গেছে, বঙ্গ সফরে এসে অমিত শাহ শহরের একটি প্রেক্ষাগৃহে সভা করার পাশাপাশি রাজ্যের দু তিন জায়গায় সভা করতে পারেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনও করারও কথা রয়েছে তাঁর। বাংলায় বিজেপির এই রথযাত্রার কর্মসূচি নিয়ে আগামীকালই দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে রায়দান করা হতে পারে বলে খবর। ফলে যদি বিজেপির এই রথযাত্রায় সবুজসংকেত মেলে তাহলে সেই কর্মসূচিতেই আনা হতে পারে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। এদিকে বর্তমানে বেশ কিছুদিন ধরেই দিল্লিতে রয়েছেন রাজ্য বিজেপির নেতা মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসুরা।

যেখানে কৈলাশ বিজয়বর্গীর সাথে একাধিক বৈঠকও করেছেন তাঁরা। কিন্তু ঠিক কবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলায় আসবেন? এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “আগামী 5 জানুয়ারি কলকাতায় রাজ্য নেতৃত্ব বৈঠক করে এই সফরের কর্মসূচি চূড়ান্ত করবে।” সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে আগে বাংলায় এসে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে ঠিক কবে বঙ্গ সফরে আসেন বিজেপির অমিত শাহ এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!