এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় ৪২-এর মধ্যে ২২টি আসন জিততে ঘুটি সাজাচ্ছেন অমিত শাহ

বাংলায় ৪২-এর মধ্যে ২২টি আসন জিততে ঘুটি সাজাচ্ছেন অমিত শাহ

সম্প্রতি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছেন পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের মধ্যে ২২ টি আসনে বিজেপির জয়লাভের বিষয়ে আশাবাদী তিনি। এখনও তিনি তাঁর দাবিতে অবিচল। একইসাথে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ফেডারেল ফ্রন্ট গড়ার উদ্যোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন , ”এই ধরনের জোট করে বিজেপি‌-‌কে আটকানো যাবে না। ‌বাংলায় তৃণমূল-‌সিপিএম জোট করলে বিজেপি-‌র চিন্তা হত। কিন্তু, তা হয়নি। মমতা ব্যানার্জি ও চন্দ্রবাবু নাইডুর জোটে বাংলা অথবা অন্ধ্রপ্রদেশ কোনও রাজ্যের ভোটেই প্রভাব পড়বে না।’‌’ তবে অল্প দিন আগে উত্তর প্রদেশের লোকসভা উপ নির্বাচনে সপা- বসপা জোটের সাফল্যে যে তিনি চিন্তিত সে কথা ও তিনি বললেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন রাতে দিল্লির একটি পাঁচতারা হোটেলে আঞ্চলিক ভাষার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অমিত শাহ। সেখানে সাংবাদিকেরা তাঁকে পশ্চিমবঙ্গ থেকে ২২ টি আসন কে সাফল্য পাবেন এই আত্মবিশ্বাসের ভিত্তি কী সেই প্রসঙ্গে প্রশ্ন করলে জবাবে তিনি পালটা প্রশ্ন করে বললেন, ” দলের অভ্যন্তরীণ কৌশল সাংবাদিকদের বলব কেন?‌” তবে বিজেপি দলের অন্দর থেকে পাওয়া খবর অনুসারে ত্রিপুরা রাজ্যের ধাচে পশ্চিমবঙ্গে বিরোধী শিবির কে একত্রিত করাই বিজেপির সাফল্যের মূল মন্ত্র হতে চলেছে। এদিন তিনি জানালেন পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে তিনি মুকুল রায়ের ‌অনুগত দলীয় সদস্যদের কর্ম কান্ডে সন্তুষ্ট। আগামী লোকসভা নির্বাচনে এইসব দলীয় কর্মী সমর্থকরা উদ্যোগী হয়ে দলীয় কাজকর্মে অংশ গ্রহণ করে তাহলে অতি সহজেই পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি আশানুরূপ ফলাফল করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!