এখন পড়ছেন
হোম > জাতীয় > সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নির্দেশ অনুযায়ী রথযাত্রা নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে বিজেপি

সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নির্দেশ অনুযায়ী রথযাত্রা নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে বিজেপি

হাইকোর্টে ঝুলে রয়েছে বিজেপির রথযাত্রার ভাগ্য। কিন্তু আর ধৈর্য্য ধরতে নারাজ অমিত শাহ। বঙ্গ বিজেপিকে সুপ্রিম কোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

রথযাত্রা নিয়ে আইনি লড়াই জারি বিজেপির। কোনোভাবেই পিছপা হতে রাজি নন দিলীপ ঘোষ,মুকুল রায়েরা। রাজ্য বিজেপির পাশে যে কেন্দ্রের মোদী-শাহরা রয়েছেন তা বোঝাতেই পরবর্তী আইনি পদক্ষেপে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল মুরলিধর লেনের কর্তারা।

এদিন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে বিজেপির রথযাত্রা মামলাটি ফের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ঘরে ফেরালেও চুপচাপ মেনে নিল না গেরুয়া শিবির।

 

প্রসঙ্গত, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপি প্রস্তাবিত রথযাত্রাকে সবুজ সংকেত দেখালেও ডিভিশন বেঞ্চে হেরে গেল বিজেপি। সিঙ্গল বেঞ্চে বিজেপির জয়ের পর রাজ্যসরকার ডিভিশন বেঞ্চে আবেদন করলে রথযাত্রায়ে ফের স্থগিতাদেশ দেয় কোলকাতা হাইকোর্ট। ফলত বিজেপির রথযাত্রার কর্মসূচি ফের বিশ বাও জলে চলে গেল।

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অনুমতি দেওয়ার পর ২২ ডিসেম্বর তারাপীঠ থেকে,২৪ ডিসেম্বর সাগর থেকে এবং ২৬ ডিসেম্বর কোচবিহার থেকে রথযাত্রা করার চিন্তাভাবনা করেছিল দিলীপ ঘোষ মুকুল রায়ের। অমিত শাহের দপ্তরেও রথযাত্রার সম্ভাব্য তারিখ পাঠানো হয়েছিল। কেন্দ্র থেকে সবুজ সংকেত মিললেই এই নির্ধারিত দিনগুলোতে রথযাত্রার শুভ সূচনা হতো। কিন্তু তার আগেই ফের বাধ সাধলো শাসকদল।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে বসল তারা। এর জেরে ফের রাজ্যের মাটিতে বিজেপি প্রস্তাবিত রথযাত্রায় স্থগিতাদেশ পড়ল। ফলত আপাতত বাংলায় গনতন্ত্র বাঁচাও অভিযান আইনি জটে থমকে রয়েছে।
লোকসভা ভোটকে টার্গেট করেই বাংলার বুকে গনতন্ত্র ফেরাতে রাজ্য জুড়ে রথযাত্রা করতে চেয়ে আবেদন করেছিল বিজেপি। কিন্তু সে আবেদনকে রাজ্যসরকার বাতিল করে এই কর্মসূচি করলে রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই যুক্তিকে সামনে রেখে। তাছাড়া বিজেপি রথযাত্রা কর্মসূচিকে সামনে রেখে আসলে বাংলার বুকে বিভেদের রাজনীতি করতে চায়,এমন যুক্তিও দেখায় শাসকদল।

 

রথযাত্রা কর্মসূচি নিশ্চিত করতে গিয়ে দু’দুবার হাইকোর্টে ধাক্কা খেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন দিলীপ ঘোষেরা। রাজ্য বিজেপির তরফ থেকে আশা করা হচ্ছে, এবার হয়তো কেন্দ্রের অমিত শাহদের সাহায্য পেয়ে বাংলার বুকে থমকে থাকা রথের চাকা ঘুরবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!