এখন পড়ছেন
হোম > জাতীয় > জাতপাতের অঙ্ক দিয়ে অমিত শাহকে কংগ্রেসের বিপুল জয়ের কথা জানালেন বিজেপি নেতা

জাতপাতের অঙ্ক দিয়ে অমিত শাহকে কংগ্রেসের বিপুল জয়ের কথা জানালেন বিজেপি নেতা

চলতি বছরেই রাজস্থান বিধানসভা নির্বাচন। এখনই রাজ্যের শাসকদল বিজেপি’র অন্দরে চলছে আভ্যন্তরীন কলহ। যার জেরে নির্বাচন প্রস্তুতি এখন বিশ বাঁও জলে।  রাজস্থান বিজেপি সভাপতি অশোক পরনামির পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে কলহের সূচনা হয়। জানা যাচ্ছে তাঁর উত্তরসূরির নির্বাচনকে কেন্দ্র করে গোষ্ঠী দ্বন্দ্ব এবং অরাজকতা দেখা দিয়েছে যে বিষয়টা আর রাজ্যের আভ্যন্তরীন পর্যায়ে নেই। কেন্দ্রীয় নেতৃত্ব অবধি এই ঘটনার প্রভাব পড়েছে। রাজ্যের আভ্যন্তরীন কলহের খবর  বিজেপি-‌র জাতীয় সভাপতি অমিত শাহের কাছে পৌঁছতে দূতের ভূমিকা নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়ালের ছেলে রবি শেখর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পরিকল্পনা মাফিক অশোক পরনামির বদলে রাজ্য বিজেপি-‌র দায়িত্বভার সামলাবেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। কিন্তু এতে বাধ সাধলেন মুখ্যমন্ত্রী বিজয়রাজে সিন্ধিয়ার ঘনিষ্ঠ কয়েকজন বিধায়ক। এরপরে আবার অর্জুন মেঘওয়ালের ছেলে, খাদি বোর্ডের কর্মী রবি শেখর অমিত শাহকে ফেসবুকের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে শেখাওয়াতের বিরোধিতা করেছেন। তিনি ভোটদাতাদের আনুমানিক পরিসংখ্যান দিয়ে লিখেছেন , “রাজস্থানের ভোটদাতাদের কথা একবার ভাবুন। রাজ্যের জাতপাত সমীকরণের অঙ্কই বোঝেন না। রাজ্যে ৩২ ভোটদাতা তফসিলি জাতি-‌উপজাতির। ১৮ শতাংশ জাঠ, ১০ শতাংশ মুসলিম, ৩ শতাংশ রাজপুত, ৫ শতাংশ ব্রাহ্মণ, ১৬ শতাংশ অন্য পিছিয়ে-‌পড়া সম্প্রদায়ের এবং ৫ শতাংশ বেনিয়া।” রবি শেখরের আনুমান অনুয়ারী ২০০ আসনের বিধানসভা নির্বাচনে ১৪০ টি তে নিরঙ্কুশ ভাবে কংগ্রেসের জয়লাভের সম্ভবনা রয়েছে। অবশ্য তাঁর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কের কারণে তিনি সেটি ডিলিট করে দিয়েছেন। এখন সুর পালটে তাঁর দাবি এই সবই হচ্ছে তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াতের করা চক্রান্তের পরিণাম। তবে তিনি এর শেষ দেখে ছাড়বেন প্রয়োজন হলে থানা পুলিশ এমনকি আদালত অবধি তিনি যাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!