এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটের আগে অমিত শাহের জোট-কৌশল-মহারাষ্ট্র-তামিলনাড়ুর পর এবার লক্ষ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা

ভোটের আগে অমিত শাহের জোট-কৌশল-মহারাষ্ট্র-তামিলনাড়ুর পর এবার লক্ষ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা


লোকসভা ভোটে মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে আসনরফা চূড়ান্ত করার পরই তামিলনাড়ুতে এআইএডিএমকের সঙ্গে গাঁটছড়া বাধাকেই টার্গেট করল বিজেপি। আর সেই উদ্দেশ্যই চেন্নাইয়ের পথে রওনা হলেন কেন্দ্রীয় মন্ত্রী পী্যূষ গোয়েল। আজ তালিমনাড়ুতে সভা করছেন প্রধানমন্ত্রী। এরপর তিরুপুর এবং কন্যাকুমারিকাতেও সভা করার কথা রয়েছে তাঁর।

লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ৩৯ এবং পুদুচেরিতে ১ টি আসন রয়েছে। দক্ষিণের এই রাজ্যটিতে লোকসভার ৪০ আসনে ৫০-৫০ ফর্মুলায় রফা করার দাবী করেছিল বিজেপি। রাজ্যের শাসক দল অর্থাৎ এআইএডিএমকে এবার লড়াই করবে ২০টি আসনে। আর কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি ও তার পুরনো জোট সঙ্গীরা ভাগ করে নেবে বাকি ২০টি আসন।

এমনটাই প্রস্তাব ছিল বিজেপির। তবে শেষ পর্যন্ত ১৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত এসেছে বিজেপি এবং অপর এনডিএ শরিক এবং বাকি ২৫ টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এআইএডিএমকে। এমনটাই ঠিক করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি কিছুই। সূত্রের খবর অনুযায়ী,বিজেপির এই ১৫ টি আসনের মধ্যে ৮ টিতেই নিজেদের প্রার্থী দাঁড় করাতে চান অমিত শাহ।

বাকিগুলোতে শরিকদলের প্রার্থী দাঁড় করাতে ইচ্ছুক তিনি। এর মধ্যে রয়েছেন অভিনেতা-রাজনীতিক বিজয়াকান্তের ডিএমডিকে, অম্বুমনি রামদাসের পিএমকে। বিজেপি এবং এআইএডিএমকে আশা করে রয়েছেন,তাঁদের সঙ্গে নির্বাচনী জোটে যোগ দেবেন জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক রজনীকান্ত। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সবুজ সিগন্যাল দেননি রজনীকান্ত।

লোকসভা ভোট জয়ের লক্ষ্যে দক্ষিণ ভারতের এই রাজ্যে জোট নিয়ে ব্যাপক আশাবাদী বিজেপি। এআইএডিএমকে সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া জোটকে দূর্বল করতে পারবে না বলেই মনে করছেন মোদী-শাহরা। জানা গিয়েছে,তামিলনাড়ুতে বিজেপির সঙ্গে শুধু এআইএডিএমকে নয়,পিএমকে এবং ডিএমডিও জোটের অংশীদার হচ্ছে।

এ ব্যাপারে গত সপ্তাহে পীযূষ গোয়েল এআইএডিএমকের নেতা পালানিস্বামী এবং ও পনিরসিলভমের সঙ্গে কথা বলে জোটের রূপরেখা চূড়ান্ত করেছেন। পিএমকে-কে জোটে ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে এআইএডিএমকের উপর। জোটে পিএমকে এবং ডিএমডিকে তিনটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে বলেই আপাতত খবর রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তামিলনাড়ুর গেরুয়াশিবিরের বিশ্বাস,২০১৪ সালের মতো এবারও মোদী ম্যাজিক কামাল দেখাবে। কোয়েম্বাটোর, কন্যাকুমারী, শিবগঙ্গা এবং তিরুপুরে বিজেপির শক্তি বাড়ছে বলেই দাবী করছে গেরুয়াশিবির।

প্রসঙ্গত,দক্ষিণের রাজ্যগুলির মতো বিজেপি সবথেকে শক্তিশালী কর্ণাটকে। তাই এই রাজ্যে একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে কর্ণাটক বাদ দিয়ে দক্ষিণের বাকি রাজ্যে জয় হাসিল করতে জোটের পথেই হাঁটতে চাইছে মোদী-শাহরা। আর সেজন্যেই তেলেঙ্গনায় টিআরএস এবং অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআরের সঙ্গে গাঁটছড়া বাধার কথা ভাবছে বিজেপি।

তবে এখনো এ ব্যাপারে কিছু চূড়ান্ত না হলেও মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই জোট সম্পূর্ণ হয়ে যাবে বলেই খবর বিজেপি সূত্রের। মহারাষ্ট্র,তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় জোট গড়ার পাশাপাশি বিজেপির চোখ রয়েছে উত্তরপ্রদেশের দিকেও। কেননা এ রাজ্যে বিজেপি বিরোধী সপা-বসপা জোট ঘুম ওড়াচ্ছে গেরুয়াশিবির কর্তাদের।

তাছাড়া কংগ্রেসও জোট বেঁধে শক্তিশালী হচ্ছে। ইতিমধ্যে বিহারে জোটগঠন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে বিজেপি। কাজেই গোবলয়ের অন্যতম রাজ্যটিতে অবলম্বে জোট গঠন করার প্রয়োজন বলেই মনে করছে বিজেপির অভিজ্ঞমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!