এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভার দামামা! কালীপূজো মিটলেই বাংলায় ঝড় তুলতে আসরে নামছেন স্বয়ং অমিত শাহ-জেপি নাড্ডা!

বিধানসভার দামামা! কালীপূজো মিটলেই বাংলায় ঝড় তুলতে আসরে নামছেন স্বয়ং অমিত শাহ-জেপি নাড্ডা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে মহাযুদ্ধ। 2021 এর বিধানসভা নির্বাচন। যে বিধানসভা নির্বাচনে বিজেপি পাখির চোখ করেছে বাংলাকে। তৃণমূল কংগ্রেসের সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করাই ভারতীয় জনতা পার্টির প্রধান লক্ষ্য। সেদিক থেকে কেন্দ্রীয় স্তরে বিজেপির নেতারা বারবার সাংগঠনিক বৈঠক করছেন। কি ভাবে এগোতে হবে, কিভাবে ভাল ফল করা যাবে, তা নিয়ে নিত্য নতুন পরিকল্পনা তৈরি হতে দেখা যাচ্ছে।

করোনা ভাইরাসের কারণে সেভাবে কোনো রাজনৈতিক দল ময়দানে নামতে পারছে না। যার ফলে জোর দেওয়া হয়েছে ভার্চুয়াল মিটিংয়ে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তাই এমতাবস্থায় বিধানসভা নির্বাচনের জন্যে হাত গুটিয়ে বসে থাকলে যে চলবে না, তা বুঝতে পেরেছে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব।

আর তাই উৎসবের মরসুম শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ আগামী কালীপূজোর পরেই বাংলায় তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিতে পারতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর বিজেপির এই দুই শীর্ষ নেতা উৎসবের মরসুমের পর বাংলায় কি কারনে আসছেন, তা বুঝতে বাকি নেই কারোরই। গেরুয়া শিবিরের বক্তব্য, অমিত শাহ এবং নাড্ডাজী বাংলায় এসে যেমন নেতাকর্মীদের উজ্জীবিত করবেন, ঠিক তেমনই তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন। যা আগামী দিনে বিজেপিকে অনেকটাই মাইলেজ পাইয়ে দেবে।

জানা গেছে, আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গত তিনদিন ধরে দিল্লিতে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বৈঠক চলেছে। এদিন জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায় সহ অন্যান্য নেতারা। আর সেখানেই আগামী দিনে প্রচারের অভিমুখ কি হবে, কিভাবে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেওয়া যাবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি, তৃণমূল সরকারের বিরুদ্ধে ভয়াবহ দুর্যোগের সময় ওঠা দুর্নীতি, এই সমস্ত কিছুকেই এখন কাজে লাগিয়ে লাগাতার প্রচারে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও মুর্শিদাবাদে সম্প্রতি বেশকিছু আল-কায়দা জঙ্গি গ্রেপ্তার বিজেপির অন্যতম অস্ত্র হতে চলেছে তৃণমূলের বিরুদ্ধে।

শুধু তাই নয়, সম্প্রতি কৃষি বিল নিয়ে তৃণমূল যেভাবে আন্দোলন শুরু করেছে, তার পরিপ্রেক্ষিতে পাল্টা কেন্দ্রের কৃষকদের জন্য যে সমস্ত উন্নতিকরণ প্রকল্প রয়েছে, সেই সমস্ত প্রকল্পের প্রচার করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের মত প্রবল প্রভাবশালী শক্তিকে কুপোকাত করতে গেলে এখন থেকেই যে জোর শক্তি নিয়ে ময়দানে ঝাপাতে হবে, তা বুঝতে পেরেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই দিল্লির বৈঠকে এই ব্যাপারে রাজ্য নেতাদের নির্দেশ দিয়ে দেওয়া হল বলে খবর।

ঠিক কি আলোচনা হল এই বৈঠকে? এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, “দলের প্রচারের কৌশল কী হবে, তা নিয়ে প্রথমে জেপি নাড্ডা এবং পরে বাংলার সাংসদদের সঙ্গে আলোচনা হয়েছে।” এদিকে এই ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সরকারের দুর্নীতি, অরাজকতা, আইন শৃঙ্খলা অবনতি প্রশ্নে দল আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ভয়াবহ দুর্যোগ প্রভাবিত এলাকার সমস্ত বিডিও দপ্তর আগামী 5 অক্টোবর ঘেরাও করা হবে। তারপর 8 অক্টোবর বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান রয়েছে। পুজোর আগেই একাধিক ভার্চুয়াল সভা করবেন অমিত শাহ এবং নাড্ডাজী।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, একথা সকলেই জানেন। সেক্ষেত্রে বিজেপি 2021 এ বাংলা দখলের জন্য টার্গেট নিলেও, তাদের পক্ষ থেকে কোনো মুখ এখনও ঘোষণা করা হয়নি। তাই বাংলার রাজনীতিতে যখন কিছুটা নেতা দেখে সমর্থন হয়, তখন বিজেপি কেন এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের মুখ ঠিক করতে পারল না, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আর এমত পরিস্থিতিতে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি করে চাপে রাখতে কেন্দ্রের অমিত শাহ এবং জেপি নাড্ডাকে বাংলায় নিয়ে এসে পদ্মফুল বপনে জোর দিতে চাইছেন দিলীপ ঘোষ এবং মুকুল রায়রা। এখন দুই হেভিওয়েট নেতা কালীপুজোর পর বাংলায় এসে বিধানসভা নির্বাচনের দামামা যেমন বাজিয়ে দেবেন, ঠিক তেমনই তৃণমূলের অস্বস্তি কতটা বাড়িয়ে দেন, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!