মমতা বন্দ্যোপাধ্যায় ছবি এঁকে টাকা নিয়েছেন – অমিত শাহকে প্রমাণ করার চ্যালেঞ্জ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী কলকাতা জাতীয় রাজ্য January 31, 2019 গতকাল কাঁথির দলীয় সভামঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মুখ্যমন্ত্রীর ছবি আঁকা থেকে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া – একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে জোর কটাক্ষ করতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। আর এবার সেই অমিত শাহের সভার 24 ঘণ্টা কাটতে না কাটতেই আজ রামপুরহাটের সভামঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বঙ্গের প্রশাসনিক প্রধান। নাম না করে অমিত শাহ এবং নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা ব্যানার্জি পেইন্টিং করে টাকা নিয়েছে এটা মোদিবাবু প্রমাণ করুন। আমি আকলেও চুরি, আমি লিখতেও চুরি, এত বড় উদ্ধত্য! কারো খাই না, কারো পরি না, কারো কাছে মাথা নত করিনি। যতদিন বাঁচব, মাথা উঁচু করে বাঁচবো। আমি চ্যালেঞ্জ করছি যে আমি পেইন্টিং করে টাকা নিয়েছি এটা আপনারা প্রমাণ করুন।” এদিকে গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের নামে কন্যাশ্রী এবং স্বচ্ছ ভারতের নামের নির্মল বাংলা প্রকল্প রাজ্য নিজের নামে করছে। এদিন সেই প্রসঙ্গে পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লির কিছু নেতা আছে যেগুলো অর্ধশিক্ষিত না গর্ধশিক্ষিত তা আমি জানিনা!” [content_block id=3910 রাজ্যে সিবিআইয়ের বাড়বাড়ন্ত নিয়েও এদিন কেন্দ্রের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমার হাতেও সিআইডি, এসটিএফ আর্থিক দুর্নীতি দমন শাখা আছে। সেখানে সব নথি আছে। যারা দুর্গাপুজো করে তাঁদের আয়কর দপ্তর থেকে নোটিশ পাঠিয়েছে। যত রাগ বাংলার ওপর। এরা বাঙালি- বাঙালিতে লড়াই বাধিয়ে দিচ্ছে।” এদিকে বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বলে গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি দাবি করলে তার পাল্টা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “হয় এই ব্যাপারে প্রমাণ দিন! আর তা না হলে রাজনীতি ছেড়ে দিন।” পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল বেরোনোর দিন দুপুর দুটো নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটি পড়ে যাবে বলে গতকাল কাঁথির দলীয় সভা থেকে এক মন্তব্য করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জল্পনা ছড়িয়ে দিলে এদিন সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কখন রেজাল্ট বেরোবে! কটার সময় বেরোবে! কে কটা আসন পাবে! ওরা সব বলে দিচ্ছে। মনে হচ্ছে, বিজেপিই নির্বাচন কমিশন চালাচ্ছে।” সব মিলিয়ে গতকাল কাঁথির দলীয় সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মন্তব্যের পাল্টা এদিন গেরুয়া শিবিরকে বিধলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আপনার মতামত জানান -