এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহের মাষ্টারস্ট্রোকে লোকসভা নির্বাচনের আগে বড়সড় স্বস্তি গেরুয়া শিবিরে

অমিত শাহের মাষ্টারস্ট্রোকে লোকসভা নির্বাচনের আগে বড়সড় স্বস্তি গেরুয়া শিবিরে

2019 এর লড়াইয়ের প্রস্তুতি হিসাবে বিজেপি বিরোধিতায় একজোট হয়েছে দেশের সব রাজনৈতিক দলগুলো।কিন্তু বিরোধীদের এই হম্বিতম্বি যে আদতে কোনোই কাজ দেবে না তা ফের নিজের রাজনৈতিক চালের মধ্য দিয়ে স্পষ্ট করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন এধডিএ জোটের থেকে বেরিয়ে আসে শিবসেনা। এমনকী 2019 এর লোকসভায় তাঁরা একাই লড়বে বলে জানান শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।কিন্তু ফের সেই শিবসেনার সাথেই বিজেপির জোটের খবরে সরগরম দেশের রাজনীতি।

বিজেপি সূত্রে খবর,2019 এর কথা মাথায় রেখে সম্প্রতি শিবসেনার মান ভাঙ্গাতে আসরে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।অমিত শাহের সঙ্গে এনিয়ে একপ্রস্থ বৈঠকও হয় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের।এরপরই বরফ গলতে শুরু করে।সেখানেই নাকি শিবসেনা তাদের সিদ্ধান্ত বদল করে ফের 2019 এ বিজেপির হাত ধরার কথা জানায়।

সম্প্রতি হারানো জোটসঙ্গীদের ফিরে পেতে তাদের সঙ্গে সম্পর্ক বন্ধনে উদ্যোগ নেয় বিজেপি।গত বুধবার শিবসেনার মান ভাঙ্গাতে অমিত শাহ উদ্ধব ঠাকরের বাসভবনে একটি বৈঠকও সারেন।সূত্রে খবর,অমিত শাহের সাথে বৈঠকের আগেই শিবসেনার মুখপত্র ‘সামনা’ তে জানানো হয়,2019 এ তাঁরা একাই লড়বে।বিজেপির সাথে জোট করা মানে নিজেদের সমস্ত স্বাধীনতা বিকিয়ে দেওয়া। জানা গেছে,এরপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কথায় শিবসেনা কিছুটা হলেও বিজেপির সাথে জোট করায় সম্মতি প্রকাশ করে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রে খবর, 48 আসনবিশিষ্ট মুম্বইয়ে 2019 এ শিবসেনা লড়বে 22 টি তে,ও বিজেপি 26 টিতে।শুধু লোকসভাতেই থেমে নেই,মুম্বই বিধানসভার ক্ষেত্রেও আসন সমঝোতা করেছে এই দুই দল।জানা গেছে,288 আসনের মুম্বই বিধানসভায় গতবার বিজেপি লড়েছিল 260 টিতে ও শিবসেনা লড়েছিল 272 টিতে।যার মধ্যে বিজেপি নিজেদের দখলে রাখে 122 টি আসন ও শিবসেনা 63 টি আসন।ফলে মুম্বইয়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ।এমনকী এর পরেও এই মুম্বইয়ে যত নির্বাচনই হয়েছে তাতে ভালো ফল করেছে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন,শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছে নিজের দলের সাফল্যের কথা তুলে ধরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ 2019 এর জন্য শিবসেনার সমর্থন পাওয়ার চেষ্টা করেছেন।যার জেরে ফের মোদী বিরোধী ঐক্যে ফাটল ধরিয়ে বিজেপির হাত ধরার প্রবল সম্ভাবনা রয়েছে শিবসেনার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!