এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহকে সভা করতে না দেওয়া নিয়ে রাজ্য সরকারের ঘুম ওড়াতে চলেছে বিজেপি

অমিত শাহকে সভা করতে না দেওয়া নিয়ে রাজ্য সরকারের ঘুম ওড়াতে চলেছে বিজেপি


আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এপ্রিল মাস নাগাদ দু দফায় রাজ্য সফরে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কলকাতায় বিজেপির দলীয় কর্মীসভার জন্য সম্ভাব্য তারিখ হিসেবে ৯ই এপ্রিল স্থির করা হয়েছে। আর এই কর্মী সভা আয়োজনের জন্য উপযুক্ত স্থান হিসেবে বিজেপির পছন্দ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। কিন্তু বিজেপি আয়োজিত এই দলীয় কর্মীসভা নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে করতে দিতে রাজি নয় রাজ্য সরকার। সঠিক কী কারণে সরকারী মঞ্জুরী পাওয়া যাচ্ছেনা, জানার জন্যে ‘রাইট টু ইনফরমেশন’ আইনের সাহায্য নিতে চলেছে রাজ্য বিজেপি। আর এই আর টি আই খুব শীঘ্রই দাখিল করা হবে বলে বিজেপি র তরফে জানা গেছে।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য ইন্ডোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে , কর্তৃপক্ষ স্পষ্টতই জানান খেলা থাকার জন্য এই স্টেডিয়ামে সভা করার অনুমতি দেওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বললেন, “ঠিক কী কারণে নেতাজি ইন্ডোরে সভা করার অনুমতি দেওয়া হলো না তা বোঝাই যাচ্ছে। তৃণমূল সরকার অমিত শাহ’জি সভা আটকাতে চাইবেই। কিন্তু কোন কারণে সরকার স্টেডিয়াম দিচ্ছে না, তা জানতে আর টি এই করা হবে। স্টেডিয়াম পেলে ভালোই হতো। এত জনসমাগম স্টেডিয়ামেই ভালো হয়। অন্য জায়গা দেখা হচ্ছে।” অন্যদিকে বিজেপি সূত্রের খবর , গেরুয়া শিবিরের দ্বিতীয় পছন্দ সাইন্সসিটি অডিটোরিয়াম হলেও রাজনৈতিক সভার জন্য ঐ স্থান ভাড়া দেওয়া হয় না। এছাড়াও পছন্দের তালিকায় আছে হাওড়ায় রেল স্টেডিয়াম। কলকাতা শহরে এমনিতেই বড় সভাগৃহের সংকট আছে , এরপরেও যা কিছু আছে রাজ্য সরকা্রের শাসনাধীন হওয়ায় ভাড়া পাওয়া সম্ভব নয় বলে বিজেপি শিবির মনে করেন। এমত অবস্থায় আদালতের নির্দেশে অনুমতি পাওয়া গত বছরের সভাস্থল ধর্মতলাতেই হয়ত বিজেপি কে দলীয় কর্মীসভা করতে দেখা যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!