এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অমিত শাহ বা রাজ্য নেতারা নন, পুজোর উদ্বোধনে গেরুয়া শিবির চাইছে এই দুই সেলিব্রিটি সাংসদকে

অমিত শাহ বা রাজ্য নেতারা নন, পুজোর উদ্বোধনে গেরুয়া শিবির চাইছে এই দুই সেলিব্রিটি সাংসদকে

লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফলাফল করার পর বাঙালির আবেগকে উস্কে দিতে শারদোৎসবে নিজেদের দলীয় নেতাদের রাজ্যে এনে সেই দুর্গাপুজোকে নিজেদের আয়ত্তে আনতে চেয়েছিল গেরুয়া শিবির। সেক্ষেত্রে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতাদের মতো হেভিওয়েট নেতৃত্বেরদের নাম সেই তালিকায় ছিল।

কিন্তু এবার শহরে দুর্গাপুজোর উদ্বোধনে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এবং বলিউড অভিনেতা সানি দেওলকে আনতে চাইছে গেরুয়া শিবির। সূত্রের খবর, রাজ্য বিজেপি দপ্তরে শহরের নামী প্রায় ৪০টির বেশি পুজো উদ্যোক্তা কেন্দ্রের শাসক দলের নেতাদের দিয়ে উদ্বোধন করাতে চেয়ে আবেদন করেছে। আর সারা রাজ্যে এই সংখ্যাটা ধরলে তা 250 ছাড়িয়ে যাবে বলে দাবি বিজেপির।

মূলত কলকাতার কয়েকটি পুজো উদ্বোধনের জন্যই রাজ্য বিজেপির তরফে দিল্লির নেতৃত্বের কাছে এই দুই তারকা সাংসদকে চাওয়া হয়েছে। তবে রাজ্য বিজেপির তরফে হঠাৎ কেন্দ্রের হেভিওয়েট নেতৃত্ব বাদে এই সেলিব্রিটি বিজেপি নেতাদের কেন আমন্ত্রণ জানানো হল! তা নিয়েও রাজনীতি দেখছে একাংশ।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বুঝেশুনেই এই দুই সাংসদকে পুজো উদ্বোধনের জন্য রাজ্যে নিয়ে আসার ব্যাপারে আবেদন জানানো হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বাঁ হাতি ওপেনার গৌতম গম্ভীরের সঙ্গে কলকাতার সরাসরি যোগ রয়েছে। কারণ তাঁর অধিনায়কত্বেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, ডর-গদর খ্যাত সানি দেওল অভিনেতা হিসেবে পশ্চিমবঙ্গে প্রবল জনপ্রিয়। পাশাপাশি সানির বাবা মুম্বইয়ের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রতি বাংলার বড় অংশের মানুষের আলাদা ভালোবাসা রয়েছে। সবমিলিয়ে স্টেডিয়াম ও সিনেমার দুই ‘স্টার’-এর ব্র্যান্ডভ্যালুকে কাজে লাগিয়ে উদ্বোধনে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি।

বস্তুত, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের আগে এই গৌতম গম্ভীর এবং সানি দেওল বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর তারপরই পাঞ্জাবের গুরুদাসপুর এবং দিল্লি (পূর্ব) লোকসভা আসন থেকে প্রার্থী হন গৌতম এবং সানি। আর এবার বাংলার শারদ উৎসবে এই দুই হেভিওয়েট সেলিব্রিটি সাংসদকে চাইছে রাজ্য বিজেপি।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সম্পাদক তথা স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের পর্যবেক্ষক তুষারকান্তি ঘোষ বলেন, “গৌতম গম্ভীর ও সানি দেওলের পাশাপাশি আরও একাধিক নেতার নাম পাঠানো হয়েছে। তাঁদের আমরা শহর ও শহরতলির একাধিক পুজো উদ্বোধনে নিয়ে যাব। কেবল কলকাতার জন্য ৪০টির বেশি কমিটি আবেদন করেছে। গোটা রাজ্যে সেই সংখ্যা ২৫০ ছাড়িয়ে গিয়েছে। রাজ্য নেতাদের মধ্যে উদ্বোধক হিসেবে দলের সভাপতি দিলীপ ঘোষের চাহিদা সবচেয়ে বেশি। কেবল মহানগরী কিংবা তাঁর নির্বাচনী ক্ষেত্র পশ্চিম মেদিনীপুর নয়, সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলা থেকেই দিলীপবাবুকে চেয়ে আবেদন জমা পড়ছে।”

তবে দীলিপবাবুর পাশাপাশি সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের যে 18 জন সাংসদ জয়লাভ করেছে, তাদেরকে দিয়ে পুজো উদ্বোধনের ব্যাপারে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে বিজেপির কাছে আবেদন এসেছে। সব মিলিয়ে এবার পুজো উদ্বোধনে বিজেপির রাজ্য নেতৃত্ব অনুরোধ মত গৌতম গম্ভীর এবং সানি দেওল এই রাজ্যে আসে কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!