এখন পড়ছেন
হোম > জাতীয় > পরিযায়ী শ্রমিকদের গতিপথ ট্র্যাক করতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে অমিত শাহের দপ্তর

পরিযায়ী শ্রমিকদের গতিপথ ট্র্যাক করতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে অমিত শাহের দপ্তর


লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকরা প্রবল বিপাকে পড়েছেন। কিভাবে তারা বাড়িতে ফিরবেন, তা নিয়ে প্রবল চিন্তা গ্রাস করেছিল তাদের কপালে। অবশেষে লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার পরেই সেই সমস্ত শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। তবে বাইরে থাকা এই সমস্ত শ্রমিকদের শরীরে করোনা ভাইরাস আছে কিনা, তা নিয়ে তৈরি হয় গুঞ্জন। আর এমত পরিস্থিতিতে এবার সেই শ্রমিকদের আরও ভালো ভাবে চিহ্নিত করতে অনলাইন পোর্টাল চালু করল কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি পোর্টাল চালু করা হয়েছে। যেখানে শ্রমিকরা কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, তার সমস্ত রকম খোঁজ রাখা হবে। শ্রমিকদের বিভিন্ন রাজ্যে পৌঁছে দিতে সুবিধা নিয়ে কিভাবে তারা বাস পরিষেবা পাবেন এবং কিভাবে তারা ট্রেন পাবেন, তাও জানা যাবে।

জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে যে, পোর্টাল চালু করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে, ন্যাশনাল মাইগ্রান্ট ইনফরমেশন সিস্টেম। বস্তুত, এই পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে যাবার সবুজ সংকেত পাওয়ার সাথে সাথেই অনেকে ট্রেনে বা বাসে করে বাড়ি ফিরলেও, কিছু শ্রমিক পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যার ফলে ভারতবর্ষে অনেক করুন দৃশ্যের সাক্ষী থাকতে হয় জনগণকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে দেখা যায়, এক মহিলা তার ঘুমন্ত শিশুকে সুটকেসের ওপর চাপিয়ে পায়ে হেঁটে বাড়ি আসছেন। আর তাই একদিকে এই করুণ দৃশ্য বন্ধ করতে এবং অন্যদিকে শ্রমিকদের সুস্থভাবে বাড়ি পৌঁছে দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে অনলাইন পোর্টাল চালু করা হল বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা বলেন, “এই পোর্টাল কেন্দ্র এবং রাজ্য সমন্বয়ে কাজ করবে। রাজ্য পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে তথ্য আপলোড করতে পারবে। শ্রমিকদের নাম, বয়স, যাত্রা শুরুর তারিখ, গন্তব্যের নাম এখানে উল্লেখ করা থাকবে। শ্রমিকরা যাতে রাস্তায় বা ট্রেন লাইনে না হাঠেন তা নিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকেই। তারা যাতে বিশেষ বাস এবং শ্রমিক স্পেশাল ট্রেনের সফল করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে রাজ্যকে।”

বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যেমন রাজ্য সরকারের, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের রয়েছে। তাই বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা আটকে পড়ায় তাদের বাড়ি ফিরতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কেন্দ্রের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!