এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অমিত শাহ বাংলা ছাড়তেই দলীয় কর্মীদের বড়সড় নির্দেশ অনুব্রতর? ভয় পেয়েছে তৃণমূল দাবি বিজেপির!

অমিত শাহ বাংলা ছাড়তেই দলীয় কর্মীদের বড়সড় নির্দেশ অনুব্রতর? ভয় পেয়েছে তৃণমূল দাবি বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে এসে 200 আসনে জয়লাভের টার্গেট দিয়ে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপর থেকেই বিজেপি নেতা কর্মীরা জোরকদমে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে গেরুয়া শিবির যখন দলের সর্বভারতীয় চাণক্যের নির্দেশ মেনে এখন বাংলার ক্ষমতা দখল করতে উঠেপড়ে লেগেছে, তখন পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। এবার অমিত শাহ বাংলা ছাড়ার পরই আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কর্মীদের জনসংযোগের নির্দেশ দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

সূত্রের খবর, শনিবার মঙ্গলকোটের লাখুরিয়া, গোতিষ্ঠা, পালিগ্রাম এবং চানক অঞ্চলের মোট 59 টি বুথের কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। আর সেখান থেকেই কর্মীদের একগুচ্ছ নির্দেশ দেন তিনি। যেখানে জনসংযোগকে প্রধান বিষয় হিসেবে রেখে আগামীদিনে যাতে মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানো যায়, তার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

সূত্রের খবর, এদিনের এই বৈঠক থেকে কর্মীদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল বলেন, “মানুষের সঙ্গে কথা বলতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি প্রকল্পের কথা মানুষকে বোঝাতে হবে। কারও সঙ্গে দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না। দলের প্রত্যেককে নিয়ে কাজ করতে হবে। লোকসভা নির্বাচনের ভুল ত্রুটি দূর করে হারানো ভোটব্যাঙ্ক পুনরুদ্ধার করতে হবে। এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত কিছু প্রচার করুন।”

একাংশ বলছেন, প্রায় অনেকদিন আগে থেকেই অনুব্রত মণ্ডল বুথভিত্তিক কর্মীসভার ওপর জোর দিয়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল খারাপ হওয়ার পেছনে রয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং জনপ্রতিনিধিদের দুর্ব্যবহার। ইতিমধ্যেই সমীক্ষায় তা উঠে এসেছে। তাই বিজেপির যখন প্রভাব বাড়তে শুরু করেছে, ঠিক তখনই জনসংযোগের উপর সবথেকে বেশি জোর দিয়ে কর্মীদের মানুষের সঙ্গে মেশার নির্দেশ দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন যাতে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় এবং তা নিয়ে যাতে প্রচার করা হয়, তার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিলেন তিনি। আর এই সমস্ত কিছুই যে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়ার পাশাপাশি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেও কড়া ভাষায় আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। আমেরিকার ফলাফল নিয়ে তিনি বলেন, “আমেরিকায় ট্রাম্প গেল, এবার মোদীও যাবে। ওর সঙ্গে খুব বন্ধুত্ব করেছিল। ওর সঙ্গে যেই বন্ধুত্ব করবে, সেই শেষ হয়ে যাবে। মোদীও যাবে এবার। সময় হয়ে এসেছে।” বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি রাজ্যে এসে অমিত শাহ বঙ্গ বিজেপিকে আরও চাঙ্গা হওয়ার নির্দেশ দিয়েছেন। যেখানে 200 আসনে জয়লাভের টার্গেট রাজ্য নেতৃত্বকে বেঁধে দিয়েছেন তিনি। এদিকে বিজেপির দাবি অমিত শেষ বাংলায় পা রাখতেই ভয় পেয়েছে তৃণমূল ,যার জেরেই ফের নতুন করে ভেঙে পড়া সংগঠন সাজাতে উঠেপড়ে লেগেছে তবে তাতেও কাজ হবে না।

আর দলের সর্বভারতীয় নেতার এই লক্ষ্য পূরণ করতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে বঙ্গ বিজেপি। আর এমত পরিস্থিতিতে এবার সেই অমিত শাহ বাংলা ছাড়ার সাথে সাথেই বিজেপির বিরুদ্ধে সরব হয়ে দলের নেতাকর্মীদের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে ঝাঁপানোর নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের এই নির্দেশ দলের নেতাকর্মীরা কতটা পালন করেন এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের ভোটব্যাংক কতটা মজবুত হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!