এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির সাংগঠনিক শক্তি যাচাইয়ে বঙ্গ সফরে অমিত শাহ

বিজেপির সাংগঠনিক শক্তি যাচাইয়ে বঙ্গ সফরে অমিত শাহ

পশ্চিমবঙ্গে ২০১৯এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি কোথায় দাঁড়িয়ে? তা খতিয়ে দেখতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলীয় সূত্রে খবর, সাংগঠনিক শক্তি যাচাইয়ের পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে রণকৌশল নিয়ে সুস্পষ্ট ধারণা দেবেন তিনি। উল্লেখ্য , এরআগে অমিত শাহ বাংলার প্রতিটি এলাকায় বুথ কমিটি গঠনের নির্দেশ দিয়ে গিয়েছিলেন । তৃতীয় বারের সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি কি বার্তা দেন তা দেখার। রাজনৈতিক মহলের মতে, ২০১৯এর লোকসভা নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক পরিস্থিতি নিশ্চিত করতে এই সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

দলীয় সূত্রে খবর,রাজ্যে বিজেপি কর্মী-সমর্থকদের উপর শাসক দলের হামলার কথা জানানো হবে । এদিন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টপাধ্যায় তীব্র তিরস্কার করেছেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে দলের “প্রতিরোধ সংকল্প অভিযান” কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ জানুয়ারি কাঁথি থেকে শুরু হওয়া এই অভিযান ১৮ তারিখ কোচবিহারে শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, বিরোধীদের ওপর লাগাতার হামলা করছে তৃনমূল। যা বিরোধীদের রাজনৈতিক অধিকার বিরোধী । এই পরিস্থিতিতে বাইক রালি স্থগিত রাখলেও শাসক- বিরোধী আন্দোলন বজায় থাকবে বলেই খবর। জেলায় জেলায় বিজেপির সভা ও মিছিল অব্যাহত থাকবে আগামীদিনেও। এর মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে দল। অভ্যন্তরীণ শক্তিকে আরও কয়েকগুন বাড়িয়ে নতুন কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে অমিত শাহের নির্দেশের অপেক্ষায় গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!