এখন পড়ছেন
হোম > জাতীয় > স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হতেই বিশেষ বার্তা গেল মুখ্যমন্ত্রী মমতার তরফে

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হতেই বিশেষ বার্তা গেল মুখ্যমন্ত্রী মমতার তরফে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –দেশে করোনার সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে, কমবার নামটি পর্যন্ত নিচ্ছে না। সাধারণ মানুষ থেকে শুরু করে গণ্যমান্যরাও যার শিকার থেকে নিজেদের রক্ষায় বারবার হার স্বীকার করতে বাধ্য হচ্ছেন। একাধিক রাজ্যের একাধিক মন্ত্রী করোনার জালে ইতিমধ্যে পা দিয়েছেন। কিন্তু এবার করোনার থাবা দেখা গেল রাজ্য মন্ত্রিসভার সীমানা ছাড়িয়ে খোদ কেন্দ্রীয় মন্ত্রিসভার চৌহদ্দির মধ্যে। গতকাল দুপুরের পর টুইট করে নিজের করোনায় আক্রান্ত হবার সংবাদ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং। প্রসঙ্গত, গতকাল নিজের করোনা টেস্টের রিপোর্ট পসিটিভ আসার পর নিজেই তা টুইট করে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত শরীরে করোনার মৃদু উপসর্গ লক্ষ করেই তিনি করোনার টেস্ট করিয়েছিলেন।

সংবাদসূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হবার পর চিকিসকের পরামর্শে তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন। স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে তাঁর তেমন শারীরিক সমস্যা নেই, তবু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতালেই ভর্তি আছেন।
প্রসঙ্গত, গতকাল সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর করোনাতে আক্রান্ত হবার খবরটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। আর তারপরেই মন্ত্রীর আরোগ্যকামনার ঢল নামে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি নেতা, কর্মী, সদস্যেরা তো বটেই, বিরোধী নেতা-নেত্রীরাও তাঁর আরোগ্য কামনায় একের পর এক পোস্ট করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী টুইট করেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কোভিড পজিটিভ রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমার প্রার্থনা তাঁর পরিবারের সঙ্গেই রয়েছে।” কংগ্রেস যুবনেতা রাহুল গান্ধীও টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি লিখেছেন, “দ্রুত আরোগ্য কামনা করছি অমিত শাহজির।” কিন্তু এর সঙ্গেই তিনি খোঁচা দিতে ভোলেননি প্রধানমন্ত্রীকে। লিখেছেন, “প্রধানমন্ত্রী করে সেল্ফ কোয়ারেন্টাইনে যাবেন।z

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের শারীরিক অবস্থা বর্তমানে স্তিতিশীল জানিয়ে, তাঁকে নিয়ে দুশ্চিন্তা না করতে অনুরোধ জানিয়েছেন। সেইসঙ্গে তিনি অনুরোধ জানিয়েছেন, সম্প্রতি যাঁরা যাঁরা তাঁর নিকটে এসেছিলেন তাঁরা যেন সকলেই নিজেদের করোনা পরীক্ষা করান ও সেই সঙ্গে আইসোলেশনে নিজেদের রাখেন। প্রসঙ্গত, গত বুধবারই সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেশে প্রস্তাবিত নয়া শিক্ষানীতি নিয়ে বৈঠক করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী সহ বহু গুরুত্বপূর্ণ মন্ত্রী। যা নিয়ে উদ্বেগ বাড়ছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!