এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহের করোনা মুক্তি ঘটাতে গিয়ে না এবার তীব্র বিতর্কে বঙ্গ বিজেপির একগুচ্ছ হেভিওয়েট নেতা

অমিত শাহের করোনা মুক্তি ঘটাতে গিয়ে না এবার তীব্র বিতর্কে বঙ্গ বিজেপির একগুচ্ছ হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গতকাল দুপুরে নিজের করোনায় আক্রান্ত হবার টুইট করে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপেরই স্বরাষ্ট্রমন্ত্রীর করণে আক্রান্ত হবার সংবাদ শুনে শোরগোল পরে যায় সারা দেশে। স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্যের কামনায় ভোরে যায় সোশ্যাল মিডিয়া। সংবাদসূত্রে জানা গেছে, আজ সোমবার পুরুলিয়ার বঘুনাথপুরের মৌতোড় কালী মন্দিরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করে মন্ত্রীর নাম নিয়ে, তাঁর ফ্রেম বাঁধানো একটি ছবি মাকালীর মূর্তির সামনে রেখে পুজো দেন বিজেপির রাজ্য সহ সভাপতি ও বিজেপির রাঢ়বঙ্গ জোনের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়।

এছাড়া এদিনের এই পুজোয় উপস্থিত ছিলেন বিজেপির রাঢ়বঙ্গ জোনের আহ্বায়ক পার্থ কুণ্ডু ও বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। মন্ত্রীর রোগমুক্তি কামনায় করা এই পুজো সম্পর্কে রাঢ়বঙ্গ জোনের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করে আমরা সকলে পুজো দিলাম। যাতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। সেইসঙ্গে এই বাংলায় ও দেশে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরাও যাতে দ্রুত সুস্থ হয়ে যান, সেই কামনাও আমরা করেছি।”

কিন্তু অভিযোগ উঠেছে যে, স্বরাষ্ট্রমন্ত্রীর আরোগ্য কামনার কারণে করা এই উৎসবে আয়োজনের ঘটা থাকলেও, ছিলোনা ন্যূনতম করোনা বিধির মান্যতা। সামান্য সামাজিক দূরত্বের বিধিও এখানে লংঘিত হয়েছে। এই পুজো নিয়ে ওঠা এই অভিযোগটি রাজ্য সহ-সভাপতি ও একপ্রকার স্বীকার করে নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি বলেছেন, “মানুষ বিজেপির সঙ্গে চলে আসেন, সেইসঙ্গে মায়ের দর্শন করেন। এখানে আমরা অপারগ হয়ে যাচ্ছি। এটা আমাদের ব্যর্থতাও বলতে পারেন, মেনে নিচ্ছি। মায়ের মন্দিরে কাকে রুখবেন বলুন?” তবে এ প্রসঙ্গে তিনি এটাও বলেছেন, “সামাজিক দূরত্ব মানতেই হবে। কারণ, মোদিজি বলেই দিয়েছেন, ছ’গজ কা দূরি। আর মোদিজির কথা মানে আমাদের কাছে বেদ বাক্য। তাই আপনারা সামাজিক দূরত্ব মানুন। না হলে করোনা বাড়বে।”

অন্যদিকে আগামী ৫ ই আগস্টের দিনটি অযোধ্যার রাম মন্দিরের ভূমিপূজনের দিন হিসেবে নির্ধারিত হয়েছে। যা নিয়ে উৎসব মুখরিত গোটা দেশ। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিতে রাজ্যে লকডাউন ঘোষণা করেছেন। তাই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেছেন, ““রামচন্দ্র হচ্ছেন আদর্শ পুরুষ। আর যদি কেউ মনে করেন রামচন্দ্রকে লকডাউন করে ঘরের মধ্যে রেখে দেবেন,তাহলে বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রীকে তাঁর ঘরে লকডাউন করে রেখে দেবেন।” সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, “ওই দিন কোনও অশান্তি হলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে, দায়িত্ব নিতে হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!