এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অমিত শাহ আসছেন বাংলায়, বড়সড় পরিকল্পনা বিরোধীদের, পাল্টা দিলীপের!

অমিত শাহ আসছেন বাংলায়, বড়সড় পরিকল্পনা বিরোধীদের, পাল্টা দিলীপের!


আগামী পয়লা মার্চ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা হেভিওয়েট বিজেপি নেতা অমিত শাহ। মূলত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন রাজ্যে বিজেপি কিছুটা ব্যাকফুটে, ঠিক তখনই অমিত শাহের এই সভা সেই এনআরসি স্বপক্ষে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সভাকে ঘিরে জোর প্রস্তুতি নেওয়া শুরু করেছে বঙ্গ বিজেপি।

আর বিজেপি যখন অমিত শাহের সভাকে সাফল্যের চূড়ান্ত শিখরে নিয়ে যেতে চাইছে, ঠিক তখনই সেই অমিত শাহকে কলকাতা সফরে “গো ব্যাক” স্লোগান দেওয়ার পরিকল্পনা করছে সিপিএমের ছাত্র এবং যুব সংগঠন। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। অতীতে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন সময়ে অমিত শাহের কলকাতা সফরে নানা ঘটনা ঘটেছে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়েছে নানা বিতর্ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে এবার যদি সিপিএমের ছাত্র এবং যুব সংগঠনের সফরের সময় তাকে গো ব্যাক স্লোগান দেন, তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলেই মনে করছে একাংশ। তবে সিপিএমের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে যে পরিস্থিতিই সৃষ্টি করা হোক না কেন, তাকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ছোটবেলা থেকেই সিপিএমের বিক্ষোভ দেখে আসছি। ওটাই ওদের কাজ। তাই একে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ যে কথাই বলুন না কেন, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়, তাহলে পরিস্থিতি কিছুটা হলেও অশান্ত হতে পারে। এখন গোটা ব্যাপারটি কোন দিকে গড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!