এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার ‘দুর্নীতি’ তাঁর নখদর্পনে – হালকা ইঙ্গিতে স্পষ্ট করে গেলেন অমিত শাহ

বাংলার ‘দুর্নীতি’ তাঁর নখদর্পনে – হালকা ইঙ্গিতে স্পষ্ট করে গেলেন অমিত শাহ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল বারবার তাদের আমলে উন্নয়নের কথা তুলে ধরলেও, বিরোধী দলগুলি বারবার তৃণমূল কংগ্রেসের আর্থিক দুর্নীতির কথা তুলে ধরে আক্রমন চালায়। তৃণমূল নেত্রী বারেবারেই এই সব ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করে এলেও, বারেবারেই তৃণমূল নেতাদের নাম আর্থিক দুর্নীতিতে জড়িয়েছে। আর সম্প্রতি এই নিয়ে সিবিআইয়ের অতি তৎপরতা বারেবারেই বিড়ম্বনা বাড়িয়েছে শাসকদলের।

এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পা দিয়েছিলেন গতকাল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে তিনি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কোনো দুর্নীতির বিস্তারিত আলোচনায় যাননি। যা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। যদিও অমিত শাহ শাসকদলের দুর্নীতি সংক্রান্ত তথ্যে ‘হ্যাঁ’ বাচক কথাই বলেছেন। তবুও, লোকসভা ভোটের পর প্রথমবার অমিত শাহ কলকাতায় এলেন এবং বর্তমানে যেভাবে সারদা ও নারদ তদন্তগুলি থেকে চাঞ্চল‍্যকর তথ‍্য উঠে আসছে তা নিয়ে কোনো কথা না বলে তিনি জল্পনায় বাড়ালেন।

এদিন অমিত শাহ বললেন, ‘এরাজ্যে নারদ, সারদার জমি কেনা – নানা দুর্নীতি হয়েছে। আমি আর তার মধ্যে বিস্তারিতভাবে ঢুকছি না।” মূলত এনআরসি প্রসঙ্গকেই তিনি বেছে নিয়েছিলেন এদিনের সভায় আলোচনা করবেন বলে। অন্যদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী দিল্লি যান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন। তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন শব্দচয়ন রাজনৈতিক পর্যালোচকদের নজর কেড়েছে। এ দিনের আলোচনায় অমিত শাহ তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের কাজে লাগানোর কথা বলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, যাঁরা মমতাকে কাছ থেকে দেখেছে, তাঁদেরকে কাজে লাগাতে হবে তৃণমূলকে রাজ‍্য শাসনকর্তার আসন থেকে সমূলে উৎখাত করতে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে যথেষ্ট প্রশ্ন জেগেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে।। এদিনের বৈঠকে দলের নেতাদের উদ্দেশ্যে অমিত শাহ প্রশ্ন করেন, মমতার মত মার ক’জন খেয়েছেন?

অমিত শাহের উপস্থিতিতেই এদিন তৃণমূল দল থেকে প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেন। তিনি অমিত শাহকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। এদিনের সভা থেকে অমিত শাহ বলেন, “বিজেপি যে প্রথমবার লোকসভায় তিনশোর বেশি আসন পেয়েছে, তার জন্য সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন বাংলার মানুষ। বাংলার জন্যই আমাদের 300 পেরোনোর লক্ষ্য পূরণ হয়েছে। এবার রাজ্যেও বদল আনতে হবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বামফ্রন্ট বা কংগ্রেস হাওয়া তোলার চেষ্টা করছে যে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করার পর থেকেই, নাকি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তৃণমূলের প্রতি আক্রমণে যে ঝাঁঝ ছিলো, তা বেশ কিছুটা কমেছে! কিন্তু, শুধুমাত্র এনআরসি নিয়ে সভা করতে এসেও যেভাবে অমিত শাহ, ‘হাল্কা ইঙ্গিতে’ স্পষ্ট করলেন যে এই রাজ্যের ‘দুর্নীতি’ তাঁর নখদর্পনে – তা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!