এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > EXCLUSIVE – ‘অখুশি’ নাড্ডা-শাহর জরুরি ফোন মুকুলকে! বঙ্গ বিজেপিতে কি বড়সড় ঝড় উঠতে চলেছে?

EXCLUSIVE – ‘অখুশি’ নাড্ডা-শাহর জরুরি ফোন মুকুলকে! বঙ্গ বিজেপিতে কি বড়সড় ঝড় উঠতে চলেছে?


করোনা আবহে আপাতত কিছুটা স্তিমিত বাংলায় রাজনৈতিক প্রবাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন এই সময়ে কেউ যেন রাজনীতি না করেন। অন্যদিকে, তাঁরই দল ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র রাজনীতি করার অভিযোগ! একদিকে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ঝড় তুলছে – বিজেপি জনপ্রতিনিধিদের নাকি এই কঠিন সময়ে খুঁজে পাওয়া যাচ্ছে না! বাংলাকে একা বুক দিয়ে আগলাচ্ছেন তৃণমূল নেত্রীই!

অন্যদিকে, বিজেপি জনপ্রতিনিধিরা রাস্তায় নামলেই – হয় তৃণমূল নেতা-কর্মীরা অথবা পুলিশ-প্রশাসন তাঁদের আটকে দিচ্ছেন। ফলে, ধৈর্য্যের পরীক্ষা দিতে দিতে ক্লান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার ছেড়েছেন, আর ঘরে বসে থাকা নয়! এবার রাস্তায়-ময়দানে পুরোদস্তুর নেমে পড়তে চলেছেন বিজেপি নেতা-কর্মীরা। ফলে বাংলায় তৃণমূল বনাম বিজেপির একটা রাজনৈতিক ঝড় উঠতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কিন্তু তার থেকেও বড় ঝড় কি এবার গেরুয়া শিবিরের অন্দরে উঠতে চলেছে? এই জল্পনার কারণ দুটি ফোন! ফোন করেছেন দুই ভিন্ন ব্যক্তি, দুজনেই নাকি চূড়ান্ত ‘অখুশি’ – আর ফোনের গ্রাহক দুই ক্ষেত্রেই একই ব্যক্তি! সূত্রের খবর, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা – দুজনেই নাকি ফোন করেছেন মুকুল রায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, তৃণমূল থেকে বিজেপিতে এসে মুকুল রায় তো ভালো পারফরম্যান্সই দিয়েছেন! তাহলে ‘অখুশি’ হওয়ার কারণ? যে সূত্র এই ফোনের খবর ‘ফাঁস’ করেছে, সেখান থেকে জানা যাচ্ছে মুকুল রায় নয় নাড্ডা-শাহ আসলে ‘অখুশি’ বর্তমান বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর উপরে! আর মুকুল রায়কে ফোন করার কারণ, তাঁর সঙ্গে খুব শীঘ্রই বসতে চান দুজনে। যে বৈঠক থেকে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ ও বাংলায় বিধানসভা নির্বাচনের রূপরেখা স্থির হবে।

দিল্লির কেন্দ্রীয় বিজেপির এক সূত্র জানাচ্ছে, দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করার পর, গত মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের গোড়ার দিকে রাজ্য কমিটি ঘোষণা করা হত। কিন্তু আপাতত করোনা আবহে তা নাকি থমকে আছে – এটাই ‘খবর’। কিন্তু আসল খবর অন্য! বিজেপির নতুন রাজ্য কমিটি হিসাবে দু-দুবার যে তালিকা জমা পড়েছে, তাতেই বেজায় চটেছেন নাড্ডা-শাহ।

কেন্দ্রীয় বিজেপির ওই সূত্র বলছে, যে তালিকা জমা পড়েছিল, তাতে ক্ষমতাসীন গোষ্ঠীর নেতাদেরই শুধু পদ দেওয়া হয়েছিল। জনমানসে ছাপ ফেলে চলেছেন, দুর্দান্ত কাজ করছেন – অথচ ক্ষমতাসীন গোষ্ঠীর স্নেহধন্য নন, সেই সব নেতারাই বাদ পড়েছিলেন। অথচ কেন্দ্রীয় বিজেপি থেকে নাকি স্পষ্ট নির্দেশ ছিল – নতুন-পুরোনো মিশিয়ে ‘যোগ্য’ লোকদের নিয়ে কমিটি করতে হবে! অথচ সেই তালিকায় ভুরি ভুরি ‘অযোগ্য’ নেতাদের নাম।

আর তাতেই ভীষণ চটেছেন বিজেপির দুই শীর্ষ নেতা। এরপরেই তাঁদের ফোন আসে মুকুল রায়ের কাছে, যত শীঘ্র সম্ভব তাঁর সঙ্গে বসতে চান বলে জানিয়েছেন। যদিও করোনা পরিস্থিতিতে দিল্লি গিয়ে সেই বৈঠক সম্ভব হয় নি, কিন্তু আপাতত ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউনের নিয়ম। ফলে, খুব শীঘ্রই হয়ত দিল্লিগামী ফ্লাইটে উঠে বসবেন মুকুল রায়। আর তারপর নাড্ডা-শাহ-কৈলাশ-মুকুল – এই চতুস্কোন বৈঠক হতে চলেছে রাজধানীতে। সেই বৈঠকের নির্যাস কি হয়, আর তারপর বঙ্গ বিজেপিতে কি পরিবর্তন আসে – কি নতুন ঝড় ওঠে সেদিকেই আপাতত তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!