এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অমিত শাহকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান করার পরামর্শ মমতার, কেন বললেন এমন কথা! জেনে নিন

অমিত শাহকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান করার পরামর্শ মমতার, কেন বললেন এমন কথা! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার থেকেই কমিশনের একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ভোটের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করতে দেখা গেছে তাকে। আর এবার উত্তরবঙ্গের সভা থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে তাকেই নির্বাচন কমিশনের চেয়ারম্যান করা হোক বলে কার্যত শ্লেষাত্মক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। যা বর্তমান সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের পুলিশ প্রশাসন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে গিয়েছে। আর তারপর একাধিক প্রশাসনিক ক্ষেত্রে অদল বদল নিয়ে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপকে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সভা থেকে এই ব্যাপারে কমিশন বিজেপির কথা মত চলছে বলে অভিযোগ করতে দেখা গেছে তৃণমূল নেতা নেত্রীদের। আর এবার সরাসরি এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ শুক্রবার দিনহাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই কমিশন চালাচ্ছেন। ওকে চেয়ারম্যান করে দেওয়া হোক।” অর্থাৎ তৃণমূল নেত্রী একথা বলে বুঝিয়ে দিতে চাইলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করতে শুরু করেছে। আর তারা বিজেপির কথা মত চলছে বলে যেভাবে অমিত শাহের নাম যুক্ত করে যেভাবে সরব হলেন তৃণমূল নেত্রী, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই বিষয়ে সরব হতে দেখা গেছে তৃণমূল নেত্রীকে। আর এবার সরাসরি নির্বাচন কমিশনের চেয়ারম্যান অমিত শাহকে করা হোক বলে বেনজির আক্রমণ করতে দেখা গেল তাকে। সাংবিধানিক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে একজন জনপ্রতিনিধি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যুক্ত করে এভাবে কোনো সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করাকি সত্যিই যুক্তিযুক্ত!

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর এই প্রশ্নই তুলতে শুরু করেছে একাংশ। বিরোধীদের দাবি, আসলে নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নির্বাচন কমিশনের মত সাংবিধানিক সংস্থাকেও আক্রমণ করতে ছাড়ছেন না। যা যথেষ্ট নিন্দনীয় বলেই দাবি করতে শুরু করেছেন সমালোচক মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!