এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অমিত শাহের আক্রমনে কি কেঁপে গেল শাসকদল? ৩ দিনে ৪ বার ‘জবাব’ ঘিরে জমজমাট রাজনীতির ময়দান!

অমিত শাহের আক্রমনে কি কেঁপে গেল শাসকদল? ৩ দিনে ৪ বার ‘জবাব’ ঘিরে জমজমাট রাজনীতির ময়দান!


সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনলাইনে ভার্চুয়াল সভার‌ মাধ্যমে বাংলার বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। যেখানে বিভিন্ন বিষয় তুলে ধরে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর অমিত শাহ রাজ্যের শাসক দলকে অনলাইনের ভার্চুয়াল সভার মাধ্যমে কটাক্ষ করার পরেই এই ব্যাপারে ময়দানে নামতে শুরু করেন তৃণমূলের নেতা-নেত্রীরা।

যেখানে প্রথমে তৃণমূলের তরফে অরূপ বিশ্বাস, তারপর ডেরেক ও’ব্রায়েন, অমিত মিত্র এবং দীনেশ ত্রিবেদী একের পর এক‌ নেতা অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে সরব হন। আর এবার তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ময়দানে নামলেন। যেখানে তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী এবং রাজ্যের মন্ত্রী রাজীব ব্যানার্জিকে সাথে নিয়ে অমিত শাহের বক্তব্যকে খন্ডন করার চেষ্টা করলেন তিনি।

মূলত ভার্চুয়াল সভা থেকে অমিত শাহ যে সমস্ত বিষয় তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অস্বস্তি বাড়িয়েছেন, এদিন সেই সমস্ত বিষয় তুলে ধরেই পাল্টা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে আক্রমণ করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “বাংলার সংস্কৃতি সম্পর্কে আমরা কতটুকু জানেন! লোকসভা নির্বাচনের সময় অমিত শাহের উপস্থিতিতেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা হয়েছিল। বাংলার সংস্কৃতি মাটিতে মিশিয়ে দিয়ে আপনারা সোনার বাংলা গড়বেন?” এদিকে কেন্দ্রের বেশ কিছু প্রকল্প নিয়ে রাজ্য সরকারের অনীহা সম্পর্কেও ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্য সরকারের সব কাজের হিসেব ওয়েবসাইটে দেওয়া রয়েছে। পারলে বিজেপিও ওয়েবে সেইসব প্রকাশ করুক।” জানা যায়, এদিন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পকেও কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দেড় কোটি পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে স্বাস্থ্যবীমা। কিন্তু কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে 1 কোটি 12 লক্ষ পরিবার স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। কেন্দ্রের প্রকল্প গ্রহণ করলে রাজ্যের 38 লক্ষ পরিবার স্বাস্থ্যবিমা থেকে বঞ্চিত হত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরকারি হাসপাতালে সকলের জন্য নিখরচায় চিকিৎসা ব্যবস্থা চালু করেছে। বিজেপি কখনও ক্ষমতায় এলে সেই সব সুবিধা বন্ধ হয়ে যাবে।”

এদিকে অনলাইনের ভার্চুয়াল সভা থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সেই প্রসঙ্গে তৃণমূলের তরফে অমিত শাহকে পাল্টা কটাক্ষ করা হয়। রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এইসব প্রকল্পের কথা বলছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যের কৃষকদের 5000 টাকা করে দিয়েছেন।”

এদিকে রাজ্য কৃষকদের তালিকা দেওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্র তাদের অ্যাকাউন্টে 6000 টাকা করে দিয়ে দেবে বলে এই সভা থেকে রাজ্যকে কিছুটা চাপে ফেলে দাবি করেছিলেন অমিত শাহ। এদিন সেই প্রসঙ্গে রাজীব ব্যানার্জি বলেন, “সত্যিই যদি অত দরদ থাকে, তাহলে আমরা পরিযায়ী শ্রমিকদের তালিকা দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে নিয়ে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা করে এখনই দিন।” পরিশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়াল সাভা থেকে বাংলার সরকারের বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করেছেন, তার সমস্তটাই ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

আর এখানেই রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এবার ধীরে ধীরে 2021 এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। তবে বিজেপি লোকসভা নির্বাচনে ভালো ফল করার পরেও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিজেপি বাংলায় কিছু করে উঠতে পারবে না‌। কিন্তু লকডাউনের পরবর্তী সময়কালে অনলাইনের ভার্চুয়াল সভার মাধ্যমে অমিত শাহ তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাথে সাথেই যেভাবে তৃণমূলের হেভিওয়েট নেতারা একের পর এক ময়দানে নামতে শুরু করলেন, তাতে তারা যে বিজেপিকে অনেকটাই গুরুত্ব দিচ্ছে, তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক মহলের কাছে।

এখন বিজেপির পক্ষ থেকে একা অমিত শাহ ময়দানে নামার সাথে সাথেই যেভাবে তৃণমূলের এক ঝাঁক নেতা-নেত্রী তাকে কটাক্ষ করতে শুরু করলেন, তাতে বিজেপি যে বাংলায় অনেকটাই তাদের গুরুত্ব বাড়িয়ে নিল, সেই ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। এখন গোটা পরিস্থিতি কোন দিকে যায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!