এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ, আলোচনা নিয়ে কি বললেন দিলীপ!

অমিত শাহের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ, আলোচনা নিয়ে কি বললেন দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে যখন ঘটেই চলেছে একের পর এক ঘটনা, ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে এই সাক্ষাতে পশ্চিমবঙ্গের হিংসা সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক হুমকি চলছে, সরকারি কর্মচারী থেকে শুরু করে আন্দোলনকারীদের হুমকি দেওয়া হচ্ছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই তার আগে বোমা, বন্দুক থেকে শুরু করে এই ধরনের হিংসার ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। তাই এই সমস্ত বিষয় নিয়ে হয়ত আলোচনা হয়ে থাকতে পারে।” অর্থ্যাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে কার্যত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির বিষয়টি যে তুলে ধরা হতে পারে, সেই ব্যাপারে আভাস দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!