এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার চাপ বাড়িয়ে এবার অমিত শাহের দরবারে সৌমিত্র-নিশীথ! বাংলা নিয়ে কি এবার বড়সড় পদক্ষেপ?

মমতার চাপ বাড়িয়ে এবার অমিত শাহের দরবারে সৌমিত্র-নিশীথ! বাংলা নিয়ে কি এবার বড়সড় পদক্ষেপ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অল্প কিছুদিন আগেই উত্তরদিনাজপুর হেমতাবাদ অঞ্চলে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের প্রাণহীন দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, যা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য। এরপর দখ্খীন চব্বিশ পরগনার সুন্দরবনের সাগর অঞ্চলে ঝুলানো অবস্থায় পাওয়া যায় স্থানীয় বিজেপি নেতা গৌতম পাত্রের মৃতদেহ, ও পূর্ব মেদিনীপুর জেলার রামনগর অঞ্চলে পাওয়া গেছে বিজেপির স্থানীয় বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাসের ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনাদুটির পর যখন সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি, সেই আবহে বিজেপির সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন রাজ্য বিজেপির দুই সাংসদ।

সংবাদসূত্রে জানা গেছে, রাজ্যের দুই বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। এদিন তাঁরা অমিত শাহের কাছে রাজ্যের বিজেপি নেতা-কর্মীদের অসহনীয় অবস্থার কথা তুলে ধরেছেন। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতি অভিযোগ জানিয়ে তাঁরা বলেছেন যে, শাসকদল তৃণমূলের আশ্রিত ও মদত পুষ্ট গুন্ডা- মস্তান তথা দুষ্কৃতীরাই বিজেপি কর্মীদের উপরে বারেবারে হামলা চালাচ্ছে, ও খুন করছে।

তাঁরা অভিযোগ করেছেন পূর্ব মেদিনীপুরের রামনগর ও দখ্খীন চব্বিশ পরগনার সাগর অঞ্চলে মৃত বিজেপি নেতাদের ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। এই দুই অঞ্চলের বিজেপি কর্মকর্তাদের খুনের জন্য তাঁরা সিবিআই তদন্দের দাবি জানিয়েছেন। আর সঙ্গে সঙ্গেই তাঁরা সরব হয়েছেন রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তাঁদের অভিযোগ, রাজ্যের বর্তমনে করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাই রাজধানী দিল্লির মতো, এরাজ্যেও দুর্বিসহ করোনা পরিস্হিতির মোকাবিলায় তাঁরা কেন্দ্রের সহায়তার দাবি জানিয়েছেন। সেইসঙ্গে তাঁদের প্রেরিত চিঠির শেষভাগে তাঁরা পশ্চিমবঙ্গের বর্তমান দুর্বিসহ পরিস্থিতি বিচার বিবেচনা করে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তনের আর্জিও জানিয়েছেন। এ প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেছেন, “রাজ্যে একের পর এক বিজেপি কর্মীদের উপর হামলা করা হচ্ছে, খুন করা হচ্ছে। তৃণমূল সন্ত্রাসের রাজনীতি করছে, এবিষয়টাই স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালাম। আর রামনগর ও সাগরের ঘোড়ামারায় বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের আবেদন করলাম।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে দখ্খীন চব্বিশ পরগনা জেলার সাগর গ্রামের ঘোরামারা এলাকায় স্থানীয় বিজেপি সভাপতি গৌতম পাত্রের মৃতদেহ তাঁর বাড়ি থেকে অল্পদূরের জঙ্গলে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই সংবাদ পেয়েই সংশ্লিষ্ট ঘটনাস্হলে হাজির হন পুলিশ ও স্থানীয় বিজেপি কর্মীরা। জানা গেছে, গৌতম বাবুর কাছ থেকে একটি সুইসাইট নোটও পুলিশ উদ্ধার করেছে। তবে গৌতম বাবুর আত্মহত্যার তত্ব মেনে নিতে পারেননি স্থানীয় বিজেপি নেতারা। এই ঘটনার জন্য তাঁরা শাসকদল তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেস এর আশ্রিত দুষ্কৃতীরাই গৌতম বাবুকে খুন করেছে ও তাঁর খুনের প্রমান বিলোপের জন্য তাঁর মৃতদেহ গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!