এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মিশন-২০২১ – অমিত শাহকে কেন্দ্র করেই বাজিমাত করতে কোমর বেঁধে নেমে পড়ল বঙ্গ-বিজেপি

মিশন-২০২১ – অমিত শাহকে কেন্দ্র করেই বাজিমাত করতে কোমর বেঁধে নেমে পড়ল বঙ্গ-বিজেপি


লোকসভা নির্বাচনে 18 টা আসন বিজেপি বাংলা থেকে দখল করার পরই বাংলার মসনদ দখল করতে উদ্যোগী হয় ভারতীয় জনতা পার্টি। প্রায় বিভিন্ন ইস্যুতে বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে রাজ্যের শাসক দলকে চাপে ফেলার প্রক্রিয়া শুরু হয়। সাম্প্রতিক কালে করোনা ভাইরাস থেকে শুরু করে ভয়াবহ দুর্যোগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে গেরুয়া শিবির। আর এই অবস্থায় পঞ্চম দফার লকডাউন কিছুটা শিথিল হতেই এবার বাংলার দিকে মনোযোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি অমিত শাহ।

বর্তমানে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনলাইনে বাংলার বিজেপি নেতা কর্মীদের সাথে সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সূত্রের খবর, আগামী 9 জুন অমিত শাহের সভা অনুষ্ঠিত হবে। যেখানে বিশেষ সফটওয়ারের মাধ্যমে প্রায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। আর লকডাউন একটু শিথিল হতেই যেভাবে বাংলার দিকে বাড়তি নজর দিয়ে অমিত শাহ অনলাইনে বঙ্গ বিজেপির নেতা কর্মীদের সঙ্গে সভা করতে উদ্যোগী হলেন, তাতে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনই যে রাজ্য থেকে কেন্দ্রীয় বিজেপির কাছে এখন প্রধান টার্গেট, তা বুঝতে বাকি নেই রাজনৈতিক মহলের কাছে।

জানা গেছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে এক হাজার জনকে এই অনলাইন সভায় রাখার ব্যাপারে আলোচনা করা হয়েছিল। কিন্তু সন্ধ্যা হতেই তা বদলে যায়। জানা গেছে, প্রায় সবকটি জোনের নেতৃত্বরাই অমিত শাহর সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরষ এই সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কি বার্তা দেন, তার দিকে নজর রাখার জন্যই আরও বেশি করে এই বৈঠকে অংশগ্রহণকারীদেরকে বাড়াতে চাইছে বিজেপি নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা দুই হাজার নেতাকর্মীকে সেদিন অমিত শাহের কর্মসূচির সঙ্গে সরাসরি জুড়ে নেব। রজ্য নেতৃত্ব এবং রাঢ়বঙ্গ জোনের নেতাকর্মীরা তো সেই তালিকায় থাকছেনই। এছাড়াও অন্যান্য জোনের অর্থাৎ রাজ্যের অন্যান্য প্রান্তের নেতাকর্মীদের অনেককেই আমরা এই রেলিতে শামিল করব।” এদিকে অমিত শাহের এই সভাকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি নেতা কর্মীরা যে এখন অনেকটাই উদগ্রীব হয়ে রয়েছেন, তা প্রস্তুতি দেখেই পরিষ্কার হয়ে যাচ্ছে।

এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “রাজ্য নেতৃত্ব এবং রাঢ়বঙ্গ জোনের নেতৃত্ব সকলেই ভার্চুয়াল রেলিতে অংশগ্রহণে সুযোগ পাবেন। রাঢ়বঙ্গ জোন থেকে নিচের স্তরের অনেক নেতা-কর্মীও সুযোগ পাবেন। তবে বাকি চার জোনের যতজন জেলা সভাপতি ও মন্ডল সভাপতি থাকছেন, তাদেরও এই সভায় জুড়ে নেওয়া হবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি বন্ধ রয়েছে। কিন্তু হাতে আর মাত্র কয়েকটা মাস রয়েছে। তার পরেই বাংলার বিধানসভা নির্বাচন। যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্যের ক্ষমতা দখল করতেই হবে বলে বঙ্গ বিজেপিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিজেপি। তাই এই পরিস্থিতিতে অমিত শাহ নিজের হাতে ব্যাটন নিয়ে লকডাউনের পরবর্তী সময়কালে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে অনলাইনে সভার মাধ্যমে বাংলার বিজেপি নেতা কর্মীদের উজ্জীবিত করতে চাইছেন।

সেদিক থেকে এখন এই ব্যাপারে বাংলার বিজেপি নেতা কর্মীরা অমিত শাহর অনলাইনের সভার দিকে তাকিয়ে রয়েছেন। প্রসঙ্গত, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন – বাংলায় আগামী ২০২১-এর বিধানসভা ভোটযুদ্ধ মূলত তৃণমূল ও বিজেপির মধ্যেই হতে চলেছে। ফলে, সেই যুদ্ধে বাজিমাত করতে কোনো কসুর ছাড়তেই রাজি নয় গেরুয়া শিবির। আর সেই কঠিন যুদ্ধে মধ্যমনি সেই অমিত শাহই। তাই এখন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী 9 জুন ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলায় পরিবর্তন আনতে দলের নেতাকর্মীদের কি বার্তা দেন, তার দিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!