এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিকে কড়া টক্কর দিয়ে অমিত শাহের সভার জায়গায় শুভেন্দুর সভা, ভয় পেয়েছে তৃণমূল দাবি বিজেপির

বিজেপিকে কড়া টক্কর দিয়ে অমিত শাহের সভার জায়গায় শুভেন্দুর সভা, ভয় পেয়েছে তৃণমূল দাবি বিজেপির

প্রতিপক্ষের সভাস্থলে পাল্টা সভা করে বিরোধীদের টেক্কা দেওয়া একটি পুরানো রাজনৈতিক কৌশল। আর এই কৌশলকেই বারবার হাতিয়ার করতে দেখা যায় শাসকদলকে। লোকসভা ভোটকে টার্গেট করে বাংলার সিংহভাগ আসন দখলে রাখতে বিজেপিকে নিজেদের সাংগঠনিক শক্তির প্রমাণ দিতেই বিজেপির করা সভাস্থলে পাল্টা সভা করে রেকর্ড পরিমান লোকজমায়েত করার অঙ্গীকার নিতে বহুবার দেখা গিয়েছে বিজেপিকে।

আসলে রাজ্যের শাসকদল দিলীপ ঘোষেদের বারবার বুঝিয়ে দিতে চায় বাংলায় বিজেপির কোনো স্থান নেই। এমনটাই মনে করছেন ওয়াকিবহাল। সম্প্রতি ২২ জানুয়ারি পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতে নিত্যানন্দপুরে জনসভা করতে এসেছিলেন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ। সেই একইস্থানে ফের সভা করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। প্রস্তুতি চলছে মালদা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর সভায়।

এটা নজরে আসতেই তৃণমূলের উদ্দেশ্য কটাক্ষ ছুঁড়ে দেন জেলা বিজেপি-র প্রাক্তন সাধারণ সম্পাদক অজয় গাঙ্গুলি। বলেন,”প্রচার ছিল, বামের সঙ্গে রাম মিলে গিয়ে সভা করছে। এখন বাম আর রামের সঙ্গে যুক্ত হয়েছে সুগ্রীব কিংবা হনুমান। আমরা এতে খুশি।”

তৃণমূলের জেলা পর্যবেক্ষকের সভার জন্যে মূল মঞ্চের দু’পাশে আরো দুটি ছোট মঞ্চ তৈরি করা হচ্ছে। বাঁশ দিয়ে তৈরি পুরানো ব্যারিকেডকে অক্ষত অবস্থায় রাখা হয়েছে শুধু গেরুয়া পতাকার পাশে সেখানে এখন উড়ছে জোড়াফুলের পতাকা। অমিত শাহের জন্য তৈরি করা বিশ্রাম নেওয়ার অস্থায়ী ঘর,অস্থায়ী বাথরুম এবং শৌচাগারও এখনো একই অবস্থায় রয়েছে। আগামী ৩০ জানুয়ারির সভায় শুভেন্দু বাবু এবং তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা এটা ব্যবহার করবেন বলে জানা গিয়েছে।

বিজেপির জনসভার জন্যে যে কাঠামো ব্যবহার করা হয়েছিল,তাতে সামান্য কিছু পরিবর্তন করে সেই কাঠামোটাই তৃণমূলের সভার জন্যে ব্যবহার করা হচ্ছে। এ প্রসঙ্গে জানা গেলে মাঠে উপস্থিত এক ডেকোরেটর কর্মী আকুল বিশ্বাসের তরফ থেকে। তিনি জানালেন, “গত ১৭ জানুয়ারি থেকে এখানে পড়ে রয়েছি। প্রথমে BJP-র সভা ছিল। অমিত শাহ সহ অন্য নেতারা ২২ তারিখ সভা করে গেছেন। এরপরই জানানো হয়, এই মাঠে বুধবার সভা করবেন শুভেন্দু অধিকারী। তাই মঞ্চের পিছনের কাপড় পালটাতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক অজয় গাঙ্গুলি বললেন,নিত্যানন্দপুরে অমিত শাহের সভা করার সময় চরম অসহযোগীতা করেছে প্রশাসন। তৃণমূলের তরফ থেকে এমনটাও প্রচার করা হয়েছিল,বামের সঙ্গে রাম মিলে সভা করছে। মাঠ হল বামেদের আর রাম হল বিজেপি। এখন যে মাঠে ওরা সভা করছে,সেই মাঠও বামেদের,যেখানে রাম সভা করছে। মাঝখান থেকে যুক্ত হয়েছে সুগ্রীব কিংবা হনুমান।

এতেই বিজেপি খুশি। ভারতের সমস্ত রাজনৈতিক দলই প্রচারমূলক সভা করতে পারে,এতে বিজেপির আপত্তি নেই কোনো। কিন্তু তৃণমূল আর কোনো যায়গা পেল না। বিজেপির সভাস্থলেই সভা করতে হচ্ছে তৃণমূলকে! শুধুতাই নয়,বিজেপির সভার দ্বিগুণ লোক জমায়েত করার প্রচারও করেছে তৃণমূল।

এ প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বললেন,”BJP-র সভায় ওই মাঠ পুরোটাই ভরে গেছিল। ওই সভায় যদি এক লাখ মানুষ আসে তাহলে তৃণমূলের সভায় ২ লাখ লোক আসবে। তাহলে উপস্থিত মানুষের অর্ধেককে মাটিতে, বাকি অর্ধেককে হাওয়ায় দাঁড়াতে হবে।”

তবে বিজেপির এসব বক্তব্যকে পাত্তা দিতে চাইলেন না তৃণমূল নেতা নীহাররঞ্জন ঘোষ। তিনি বলেন,”কয়েকদিন আগে নীতি ও আদর্শহীন একটি রাজনৈতিক দল মালদায় সভা করে। সেই সভায় ওই দলের নেতা-নেত্রীরা কুৎসিত ভাষায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তার প্রতিবাদ জানিয়ে মালদা জেলার অবজ়ারভার শুভেন্দু অধিকারীর নির্দেশে ৩০ জানুয়ারি এক ঐতিহাসিক সভা হবে।”

পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে আরো জানালেন, একটি রাজনৈতিক নিজেদের জাতীয় নেতৃত্বের উপস্থিতিতে মালদার মাঠকে কলঙ্কিত করে গিয়েছে। সেই মাঠেকে কলঙ্কমুক্ত করতেই পাল্টা সভা করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আর বিজেপির করা সভার মাঠে তৃণমূলের সভা করার সিদ্ধান্ত নিয়ে গেরুয়াশিবির কর্তাদের কটাক্ষ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। প্রশ্ন তুলে বললেন,”ওই মাঠটি কি BJP-র নামে লেখা রয়েছে? ওই সভায় তাঁরা পৌরসভার পক্ষ থেকে বিনা পয়সায় জল দিয়েছিলেন। তা নিয়ে BJP নেতৃত্ব কী বলবে?”

তিনি জানালেন,প্রশাসনের পক্ষ থেকে ওই সংশ্লিষ্ট মাঠকে বাছা হয়েছে তৃণমূলের সভা করার জন্যে। আর এটা নিয়ে কটাক্ষ কটে বিজেপি বুঝিয়ে দিল যে তাঁরা কতো নোংরা রাজনীতি করে! প্রসঙ্গত,মালদায় ৩০ জানুয়ারি শুভেন্দু অধিকারীর সভা সফল করতে এদিন জেলার টাউনহলে ইংলিশবাজারের দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসেন। সেই বৈঠকেই তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!