এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাট নির্বাচনের পরেই ‘মিশন বেঙ্গল’, মুকুলকে ঘিরে ঘুঁটি সাজাতে রাজ্যে অমিত শাহ

গুজরাট নির্বাচনের পরেই ‘মিশন বেঙ্গল’, মুকুলকে ঘিরে ঘুঁটি সাজাতে রাজ্যে অমিত শাহ


অবশেষে অপেক্ষার আবাসন হতে চলেছে বাংলার বিজেপি কর্মী-সমর্থকদের। রাজ্যে এবার পরিবর্তনের পরিবর্তন ঘটাতে মরিয়া বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ত্ব। আর সেই কাজে দলের প্রধান কান্ডারি হতে চলেছেন তৃণমূল ত্যাগী নেতা মুকুল রায় বলে সূত্রের খবর। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ত্ব গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের অপেক্ষায় আছেন শুধু তারপরেই পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপি আগ্রাসী মনোভাব দেখতে চায়। যা জানা যাচ্ছে, এই পরিবর্তনের পরিবর্তন করতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ত্ব আপাতত পাখির চোখ করতে চলেছে আগামী বছর হতে চলা পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের ঘুঁটি সাজাতে রাজ্যে আসছেন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, সেখানে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে মুকুল রায়ের নেতৃত্ত্বে আমূল বদলে ফেলতে পারেন দলের সাংগঠনিক চেহারা।
যদিও এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বদের মতে বিষয়টি চূড়ান্ত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ডিসেম্বরের মাঝামাঝিই অমিত শাহ আসতে পারেন বাংলায়। সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহ রাজ্যে নেতৃত্বের সঙ্গে মূলত পর্যালোচনা বৈঠক করবেন। মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতা তাঁরা কীভাবে কাজে লাগাবেন, তার রূপরেখা দেবেন এই বাংলা সফরে। পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের শাসকদলের নীচুতলায় বড়সড় ভাঙন ধরাতে একগুচ্ছ কর্মসূচি রূপায়ণে রাজ্যনেতৃত্ত্বকে দায়িত্ত্ব দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!