এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অমিত শাহের 200 আসনের জবাব দিলেন অভিষেক, জানিয়ে দিলেন তৃণমূলের আসনসংখ্যা!

অমিত শাহের 200 আসনের জবাব দিলেন অভিষেক, জানিয়ে দিলেন তৃণমূলের আসনসংখ্যা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে এবার বিজেপি ক্ষমতা দখল করবে, এই ব্যাপারে কার্যত আত্মপ্রত্যয়ী রাজ্য এবং কেন্দ্রের বিজেপি নেতারা। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে, সপ্তাহের মধ্যে প্রায় রাজ্যে আগমন ঘটছে বিজেপির নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডার মত নেতাদের। ইতিমধ্যেই রবিবার রাজ্যে এসে খড়গপুর বিধানসভায় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শোতে অংশ নিয়েছেন বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখান থেকেই তিনি জানিয়ে দিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় দু’শোর বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করবে।

তবে বিজেপি নেতারা বাংলার ক্ষমতা দখলের ব্যাপারে আত্মপ্রত্যয়ী হলেও, কার্যত একধাপ উপরে উঠে তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় কত আসন নিয়ে ক্ষমতায় আসবে, তা জানিয়ে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্যে আসলেও, তাদের জনসভায় কোনো ভিড় হচ্ছে না বলেও দাবি করতে দেখা যায় এই তৃণমূল নেতাকে।

বস্তুত, সোমবার পশ্চিম মেদিনীপুর দাঁতন বিধানসভা কেন্দ্রের নীলদা এলাকায় একটি জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এই ব্যাপারে মন্তব্য করতে দেখা যায় তাকে। বিজেপি নেতাদের আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি নেতারা রাজ্যে আসছে, ভিড় হচ্ছে না। 2 মে তৃণমূল কংগ্রেস 250 এর বেশি আসন পাবে।” অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, তৃণমূল কংগ্রেস যে আবার রাজ্যের ক্ষমতায় আসছে, এদিনের জনসভা থেকে সেই কথায় বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আসন সংখ্যা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তৃণমূলকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ রাজ্যে এসে প্রত্যেকে বলছেন, এবার তৃণমূলের পতন হবে। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে বিজেপি 18 টি আসনে জয়লাভ করার পর থেকেই তৃণমূলের অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছে। অভূতপূর্ব উত্থান ঘটেছে ভারতীয় জনতা পার্টির। বর্তমানে তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা গেরুয়া শিবিরে যোগদান করছেন। আর একের পর এক ভাঙ্গনে তৃণমূল কংগ্রেস আদৌ রাজ্যের ক্ষমতায় আসতে পারবে কিনা, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে সংশয়।

যার সুযোগ নিয়ে বিজেপির পক্ষ থেকে ক্রমাগত তৃণমূল কংগ্রেসের দিকে আক্রমণ ছুড়ে দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে দলীয় জনসভায় উপস্থিত হয়ে 250 টির বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বলে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শাসক-বিরোধী চাপানউতোর এই সংখ্যাতত্ত্ব নিয়ে হলেও, শেষ পর্যন্ত ভোটবাক্স খোলার পর কোন দল কত আসন পায়, কারা রাজ্যের ক্ষমতা দখল করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!