এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অমিত শাহের বঙ্গ সফরের পর উঠতে পারে গেরুয়া ঝড়? সামাল দিতে বড়সড় পরিকল্পনা তৃণমূলের?

অমিত শাহের বঙ্গ সফরের পর উঠতে পারে গেরুয়া ঝড়? সামাল দিতে বড়সড় পরিকল্পনা তৃণমূলের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাতেই কলকাতা শহরে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ গোটা দিন তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সারবেন বাঁকুড়ায়। অমিত শাহের বঙ্গে আগমন নিয়ে ইতিমধ্যেই জোর সরগরম বাংলার রাজনৈতিক মহল তথা গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলায় আগমন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সে কথা আর বলার বাকি রাখেনা। কিন্তু তৃণমূলও পিছিয়ে থাকার নয়। তাঁরাও বড়োসড়ো পরিকল্পনা করেছে গেরুয়া শিবিরকে টক্কর দিতে। আর সেই উদ্দেশ্যে তাঁরা শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনে প্রায় 16 টি দলীয় সমাবেশ করতে চলেছে পশ্চিম বর্ধমানের আটটি বিধানসভা এলাকায়।

জানা গিয়েছে, বাংলায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টি তাঁরা এই সমাবেশে তুলে ধরবে। আটটি বিধানসভা এলাকার প্রতিটিতে দুটি করে সমাবেশের আয়োজন করেছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, যে এলাকায় তৃণমূলের নিজস্ব বিধায়ক রয়েছেন তিনিই সেখানে প্রধান বক্তা হবেন। তবে গলসি বিধানসভার একটি বড় অংশ পশ্চিম বর্ধমানের অন্তর্গত হলেও সেখানকার কোনো কর্মসূচি নিয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি শাসক দল। বছর ঘুরতেই শুরু হবে 21 এর বিধানসভা নির্বাচন। আর তার আগেই কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে জোরকদমে প্রচারে নামছে রাজ্যের শাসক দল। আর তারই অঙ্গ হিসেবে শুরু হচ্ছে ধিক্কার সমাবেশ।

এই কর্মসূচিতে নিজের এলাকায় ধিক্কার সমাবেশ করতে চলেছেন মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি এই প্রসঙ্গে জানিয়েছেন, কেন্দ্র বাংলার প্রতি যে বঞ্চনা চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের সামনে তা তুলে ধরা হবে। অন্যদিকে আজ বাঁকুড়ায় সমাবেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনি বিকেলে মেজিয়া ও রানিগঞ্জ ব্রিজ হয়ে বাঁকুড়া জেলায় ঢুকবেন। অন্ডাল বিমানবন্দর থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। অমিত শাহ যে রাস্তা দিয়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করতে চলেছেন, সেইসব রাস্তায় বিজেপি ফ্লেকস, হোর্ডিং দিয়ে অমিত শাহের কাট আউট দিয়ে রাস্তা সাজাতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও পশ্চিম বর্ধমান জেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কোনো কর্মসূচি নেই। তবুও তিনি যদি কোথাও দাঁড়ান, সেই আশাতেই বিজেপি তোড়জোড় শুরু করেছে। এ প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই জানিয়েছেন, অমিত শাহকে স্বাগত জানাতে তৈরি রানীগঞ্জ, অন্ডাল। অন্যদিকে করোনার পর থেকেই নিজের লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত দেখা যায়নি বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সদস্য সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। স্বরাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বাঁকুড়ায় এসে তিনি সাংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। আর তাই সেখানে যোগ দিতে প্রায় আট মাস পর দুর্গাপুরে এলেন সাংসদ সদস্য।

তাঁকে এতদিন কেন এই জেলায় পাওয়া যায়নি, সে প্রশ্ন উঠতেই তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে দেখা করতে গেলে আপাতত হোয়াটসঅ্যাপ ভিডিও কলের ওপর মাধ্যমেই করতে হবে। অন্যদিকে সাংবাদিক সম্মেলন করে সুরিন্দর সিং আলুওয়ালিয়া এদিন বিপিএলে বিস্ফোরণ নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন। পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ সংস্কার নিয়ে তিনি যে ক্রমাগত ডিএসপি এবং ডিভিসি ও রাজ্যের সেচ দপ্তরের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন সে দাবিও করেন। তবে বর্তমানে দুর্গাপুর ব্যারেজে চলছে কাজ। কারণ লকগেট ভেঙে পড়ায় ব্যারেজ জনশূন্য হয়ে গেছে। এই অবস্থায় শহরে লোকসভার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এলেও তিনি কিন্তু পা দেননি দুর্গাপুর ব্যারেজে।

আপাতত বিশেষজ্ঞরা মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কারণে গেরুয়া শিবির কিন্তু আত্মবিশ্বাসের চূড়োয়। বলাই বাহুল্য অমিত শাহ বঙ্গ বিজেপি শিবিরে এই মুহূর্তে একুশের বিধানসভা নির্বাচনের পরিকল্পনা ছকতেই পৌঁছেছেন। তবে বিজেপির পরিকল্পনার পাশাপাশি কিন্তু তৃণমূলও এবার শুরু করেছে বিভিন্ন জায়গায় বিজেপিকে মাত দেওয়ার পরিকল্পনা। আপাতত এই পরিকল্পনার জোরে 2021 এর বিধানসভা নির্বাচনে কে বাংলার মসনদ দখল করে সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!