এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অমিত শাহের হাত ধরে দলে আসা নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছেন দিলীপ? জল্পনা তুঙ্গে!

অমিত শাহের হাত ধরে দলে আসা নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছেন দিলীপ? জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে সদলবলে দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। এদিকে রাজ্যে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিধানসভা নির্বাচনের আগে যে সমস্ত নেতা-নেত্রীরা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন, তারা আবার বেসুরো হতে শুরু করেছেন। অনেকেই তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন। আর এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি তৃণমূলের ফেরার ব্যাপারে কিছু না বললেও, একের পর এক ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে, বিজেপির পক্ষ থেকে যেভাবে নির্বাচিত সরকারের বিরোধিতা করা হচ্ছে, তা তিনি মেনে নিতে পারছেন না।

অর্থাৎ তার এই ফেসবুক পোস্ট যে আদতে তৃণমূলের প্রতি সুর নরম এবং নিজের পুরাতন ঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত, তা কার্যত স্পষ্ট হয়ে যায় রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। ইতিমধ্যেই প্রকাশ্যে মুখ খোলার জন্য বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে শোকজ করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্তকে। কিন্তু এখনও পর্যন্ত তারা সেই শোকজের কোনো জবাব দেননি। আর এই পরিস্থিতিতে সম্প্রতি আবার একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট করতে দেখা গিয়েছে সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

সরাসরি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা না করে পেট্রোল এবং ডিজেলের মূল্য হ্রাস করার দিকে নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। যা গেরুয়া শিবিরের কাছে যথেষ্ট অস্বস্তিকর। তাই এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ যারা প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্রমাগত মুখ খুলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ভারতীয় জনতা পার্টি বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ দলের শৃঙ্খলা রক্ষার জন্য এবার আর বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাইছে না গেরুয়া শিবির। আর সেই কারণেই একাধিক নেতা-নেত্রীকে সম্পূর্ণরূপে ছেঁটে ফেলার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি বলেই মনে করছেন একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনে ভরাডুবি হওয়ার পরেই সোনালী গুহ থেকে শুরু করে দীপেন্দু বিশ্বাস, সরলা মুর্মু থেকে শুরু করে অমল আচার্য্যের মত তৃণমূল থেকে আসা নেতা-নেত্রীরা বেসুরো হতে শুরু করেছেন‌। যেখানে তারা আবার তাদের পুরনো দলে ফিরতে চান বলে মন্তব্য করেছেন। তবে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি গেরুয়া শিবিরকে। এমনকি তৃণমূলও এই সমস্ত নেতা নেত্রীদের গ্রহণ করার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি। আর এরই মাঝে তৃণমূলের ফিরে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য না করলেও একের পর এক ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর তেমনভাবে দলের সঙ্গে সখ্যতা বজায় রাখতে দেখা যাচ্ছেনা সব্যসাচী দত্তকে। তাই এই সমস্ত নেতা-নেত্রীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে পারে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “কিছু কিছু লোক আছে, যারা ঠিক করতে পারছেন না, কোথায় যাবেন, কি করবেন! উনি তো দলের পদাধিকারী নন।”

একাংশ বলছেন, একের পর এক নেতারা বেসুরো মন্তব্য করছেন। আর এই পরিস্থিতিতে যদি বিজেপি কড়া পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে তাদের সংগঠন নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করবে। অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে আসবে। পাশাপাশি বড়সড় অস্বস্তির মুখে পড়বে রাজ্য বিজেপি। তাই এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত নেতারা দলে যোগদান করার পরেও যেভাবে তারা বিস্ফোরক মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন, তাতে তাদের বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চাইছে গেরুয়া শিবির।

আর সেই কারণেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে এবার বিদ্রোহীদের মুখ বন্ধ করতে বহিষ্কারের পথে হাঁটতে পারে বিজেপির রাজ্য নেতৃত্ব। যদিও বা কেন্দ্রের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য বিজেপিকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বিদ্রোহীদের দমন করার জন্য রাজ্য বিজেপি শেষ পর্যন্ত কি ফর্মুলা প্রয়োগ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!