এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বাংলা জয়ের বার্তা দিতে

অমিত শাহের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বাংলা জয়ের বার্তা দিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন আসতে আর বেশি দেরি নেই। আর তারই পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে সমস্ত রাজনৈতিক দল তোড়জোড় শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে ব্যাপক দলবদল দেখা গিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল থেকে বহু নেতা, কর্মী, বিধায়ক, সাংসদ গেরুয়া শিবিরের হাত শক্ত করেছেন। আর এবার রাজ্যজুড়ে বুথ কর্মীদের ভোকাল টনিক দিতে আসরে নামছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী 25 শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 78 হাজার 800 বুথ সভাপতিকে বার্তা দিতে চলেছেন, তবে পুরোটাই হবে ভার্চুয়ালি। একুশের বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। বাংলার বিজেপি নেতাদের ওপর পুরোপুরি ভরসা না করে কেন্দ্রীয় নেতারাও দায়িত্ব নিয়ে নিয়েছেন। ইতিমধ্যে রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছে বাংলার বিজেপি নেতারা। তার সাথেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মাঝেমাঝেই যোগ দিচ্ছেন এবং রাজ্যের ক্ষমতা দখলের বার্তা দিচ্ছেন।

তবে গেরুয়া সূত্রের খবর, গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে নিচুতলার কর্মীদের সঙ্গে সংযোগ রক্ষা করেছে বিজেপি। ফলস্বরূপ, বেশিরভাগ গেরুয়া নেতারাই প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। সামনেই আসতে চলেছে একুশের বিধানসভা নির্বাচন। খুব স্বাভাবিকভাবেই বুথ সভাপতিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এক্ষেত্রে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এবার বুথস্তরের কর্মীদের উজ্জীবিত করার প্রয়াস করবেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি 25 শে ডিসেম্বর রাজ্যের বুথ সভাপতিদের বার্তা দেবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অটল বার্তা’। জানা গিয়েছে, এদিন অটল বিহারি বাজপেয়ির ছবিতে মাল্যদান হবে এবং অন্যান্য বিভিন্ন কর্মসূচি পালন করা হবে গেরুয়া শিবিরে। একুশের বিধানসভা নির্বাচনের হাত ধরে পরিবর্তন আনতে বাংলায় বদ্ধপরিকর বিজেপি। আর সেই সূত্রেই প্রধানমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে জানুয়ারি মাসে অমিত শাহ স্বামী বিবেকানন্দের জন্মদিনের শ্রদ্ধা জানাতে আবারও বাংলায় পা দিচ্ছেন। দু’দিনের এই সফরসূচিতে রয়েছে হাওড়া ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। জানা যাচ্ছে, আগামী দিনে অমিত শাহের হাত ধরে আবারও রাজ্য রাজনীতিতে দলবদল হতে পারে। তবে রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচন জিততে বুথ কর্মচারীদের যে অত্যন্ত ক্ষিপ্র হতে হবে, সে ব্যাপারে একমত গেরুয়া শিবিরের উচ্চপদস্থ নেতারা। তাই বাংলার বুথ সভাপতিদের ভোকাল টনিক দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বয়ং বক্তব্য রাখবেন। আপাতত দেখার নরেন্দ্র মোদির ভোকাল টনিক কতটা কাজ করে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!