এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অমিত শাহের উপস্থিতিতে সংগঠন আরও মজবুত করতে শুভেন্দু-গড়ে বিজেপি নিতে চলেছে বড়সড় পদক্ষেপ

অমিত শাহের উপস্থিতিতে সংগঠন আরও মজবুত করতে শুভেন্দু-গড়ে বিজেপি নিতে চলেছে বড়সড় পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মেদিনীপুরের ভূমিপুত্র তথা শাসকদলের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে বর্তমানে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, শুভেন্দুবাবু যোগদান করতে পারেন ভারতীয় জনতা পার্টিতে। তবে নানা মহলে এই ব্যাপারে যখন জল্পনা চূড়ান্ত আকার ধারণ করেছে, ঠিক তখনই সেই শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ নিয়ে যখন দোলাচল চলছে, ঠিক তখনই তার গড়ে অমিত শাহের উপস্থিতিকে কেন্দ্র করে এবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

সূত্রের খবর, আগামী 5 অথবা 6 নভেম্বর পশ্চিমবঙ্গে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে আগামী 8 নভেম্বর পূর্ব মেদিনীপুরে বিজেপিতে যোগদানের একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। একাংশ বলছেন, অমিত শাহ যেহেতু 5 এবং 6 তারিখের মধ্যে যে কোনো একদিন বাংলা সফর করতে চলেছেন, তাই সেই সময় বিজেপি এই যোগদান কর্মসূচি করছে না। যা পিছিয়ে 8 নভেম্বর করা হয়েছে। তবে বিজেপির এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে এখন ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

ঠিক কারা কারা যোগ দিতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে? এই যোগদানে কি কোনো নতুন চমক রয়েছে? এদিন এই প্রসঙ্গে তমলুক জেলা বিজেপির সভাপতি নবারুন নায়েক বলেন, “তৃণমূল, সিপিএম সহ অন্য রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থকরা আমাদের দলে যোগদান করার জন্য আবেদন জানিয়েছেন। দলীয়ভাবে সবকিছু খতিয়ে দেখে আমাদের দলে যোগদানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। 8 নভেম্বর হলদিয়া এবং ভগবানপুরে এই কর্মসূচি হবে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। তমলুক, হলদিয়া সহ জেলার সমস্ত এলাকা থেকে তৃণমূল, সিপিএম সহ অন্যান্য দলের নেতাকর্মী সমর্থকদের অনেকে বিজেপিতে যোগদান করবেন। তাই হলদিয়া এবং ভগবানপুরে যোগদান মেলার কর্মসূচি নেওয়া হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এই পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে শেষ কথা বলে অধিকারী পরিবার। কিন্তু সেই অধিকারী পরিবারের অন্যতম মেরুদন্ড শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। এমত পরিস্থিতিতে অতীতে সেই শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবারের নাকের ডগা থেকে কেউ বিরোধী দলের নাম লেখাবেন, এমন সাহস ছিল না। কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারীর আচার আচরণ নিয়ে যখন জল্পনা বাড়ছে, ঠিক তখনই বিজেপির পক্ষ থেকে বিপুল যোগদান অনুষ্ঠিত হবে বলে দাবি করায় তা নয়া ইঙ্গিত বহন করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তাহলে কি শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা চলছিল তখন এই যোগদান প্রক্রিয়ায় বড়সড় কোনো প্রভাব পড়বে? বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী তৃণমূলের অন্যতম শক্তিশালী নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসে যদি কারও গ্রহণযোগ্যতা থেকে থাকে, তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। কিন্তু দল এবং সরকারের সঙ্গে ক্রমাগত দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে তাকে। উল্টে অরাজনৈতিক সমস্ত কর্মসূচিতে যোগ দিয়ে এমন কিছু বক্তব্য রাখছেন রাজ্যের পরিবহনমন্ত্রী, যা নিঃসন্দেহে তার দলের বিড়ম্বনাকে বাড়িয়ে দিচ্ছে।

আর এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর এবং তারপরেই সেই শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিজেপিতে যোগদান শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দেবে বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!