এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > অমিত শাহকে কাছে পেয়ে ঘটতে পারে আবেগের গণবিস্ফোরণ, স্বাস্থ্যবিধি রক্ষাই চ্যালেঞ্জ বিজেপির

অমিত শাহকে কাছে পেয়ে ঘটতে পারে আবেগের গণবিস্ফোরণ, স্বাস্থ্যবিধি রক্ষাই চ্যালেঞ্জ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়ে উঠেছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন বঙ্গ সফরে এসেছেন তিনি। কিন্তু অমিত শাহকে কাছে পেয়ে বিজেপির নেতা কর্মী থেকে শুরু করে অনেকেই তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ জানাতে পারেন।

স্বাভাবিকভাবেই তার এই সফরে যাতে কেউ অমিত শাহের খুব কাছে ঘেষতে না পারে, তার জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। কেননা করোনা ভাইরাস দিনকে দিন বাড়তে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে কিছুদিন আগেই সেই ভাইরাস থেকে মুক্তি পাওয়া অমিত শাহর ধারে কাছে কেউ যাতে না ঘেঁষে এবং তাকে কেন্দ্র করে যাতে করোনা ভাইরাস বৃদ্ধি না পায়, তার দিকে এখন প্রধান লক্ষ্য রয়েছে বিজেপি নেতৃত্বের।

সূত্রের খবর, বৃহস্পতিবার বাঁকুড়া থেকে নিজের দলীয় কর্মসূচি শুরু করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, বাঁকুড়ার রবীন্দ্রভবনে বেশ কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার‌। স্বাভাবিক ভাবেই অমিত শাহের এই সভায় বাঁকুড়ার রবীন্দ্রভবনের ভেতরে এখন নানা স্বাস্থ্যবিধি নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব পালনের পাশাপাশি মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও ভেতরে অমিত শাহের বৈঠক চলার সময় লাগাতার স্যানিটাইজার স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ কোনোভাবেই যাতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি না পায়, তার জন্য বিজেপি অমিত শাহের এই বৈঠকে বাড়তি নজর দিতে শুরু করেছে। কেননা যদি এই বৈঠক থেকে সেরকম কোনো ঘটনা ঘটে, তাহলে শাসকদল তৃণমূলের কাছে নতুন অস্ত্র চলে আসতে পারে। পাশাপাশি বিজেপি নেতৃত্বের ব্যবস্থাপনা নিয়ে তৈরি হতে পারে প্রশ্ন। তাই সেই জায়গায় দায়িত্বে থাকা বিজেপি নেতৃত্বরা এখন রবীন্দ্রভবনের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রবীন্দ্রভবনের বিজেপির সভার প্রস্তুতির দায়িত্বে থাকা রাজ্য বিজেপির বলেন, “অমিতজির সঙ্গে নিরাপদ দূরত্ব কোনোভাবেই লঙ্ঘিত না হয়, সেদিকে আমরা বিশেষ নজর রাখছি। বৈঠকে যোগদানকারী সবার মধ্যেও নিরাপদ দূরত্ব বজায় রাখা হবে। স্বাস্থ্যবিধি নিয়ে কোনোরকম অসতর্কতা চলবে না।” অর্থ্যাৎ অমিত শাহকে পেয়ে বিজেপি নেতা কর্মীরা তার কাছে আবেগের বশে পৌঁছানোর চেষ্টা করলেও, তা যে কোনোমতেই হতে দেওয়া যাবে না, সেই ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব।

কেননা করোনা ভাইরাসের এই মুহূর্তে যদি সামাজিক দূরত্ব বজায় রাখা না যায়, তাহলে নানা মহলে প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি কিছুদিন আগেই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া অমিত শাহ যদি সামাজিক দূরত্ব পালন না করেন, তাহলে সেদিক থেকেও সমস্যা তৈরি হতে পারে। তাই এই সমস্ত কিছুকে মাথায় রেখে সভার প্রস্তুতির দায়িত্বে থাকা বিজেপি নেতৃত্বরা করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য সমস্ত রকম স্বাস্থ্য বিধি মানার ওপর জোর দিতে শুরু করেছে। সব মিলিয়ে শেষ মুহূর্তে অমিত শাহ সভাস্থলে পৌঁছানোর পর বিজেপি কর্মী সমর্থকদের আবেগ কতটা মোকাবিলা করা সম্ভব হয় এবং তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি কতটা মান্যতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!