এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অমিত শাহের সভার দিনেই বিজেপির থেকে হেভিওয়েটকে ছিনিয়ে বড়সড় মাত তৃণমূলের, দিনাজপুরে বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরের!

অমিত শাহের সভার দিনেই বিজেপির থেকে হেভিওয়েটকে ছিনিয়ে বড়সড় মাত তৃণমূলের, দিনাজপুরে বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরের!


লক্ষ্য ২০২১ আর সেই নিয়ে এবার তৃণমূলের ঘুম ওড়াতে মাঠে নেমে পড়েছে বিজেপি। আর সেই নিয়ে আজ অমিত শাহ একটি ভার্চুয়াল সভা করেন। যার আসল উদেশ্য ব্যাঙের মানুষের কাছে বিজেপির বার্তা দেওয়া। কিন্তু যখন একদিকে অমিত শাহর সভা নিয়ে মশগুল বিজেপি তখনই দক্ষিণ দিনাজপুরে ঘটলো দলবদল। এক হেভিওয়েট বিজেপি নেত্রীকে দলে নিয়ে মাত দিল তৃণমূল।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটে দক্ষিণ দিনাজপুর আসনটি তৃণমূলের হাতছাড়া হয়েছে । বালুরঘাটে লোকসভা কেন্দ্রে তৃণূমূলের হেভিওয়েট অর্পিতা ঘোষকে হারিয়ে বিজেপির আনকোরা সুকান্ত মজুমদার দখল করেছেন এই আসনটি। তারপর একের পর এক দলবদল হয়েছে এখানে ,তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক লেগে গিয়েছিলো লোকসভা ভোটের পর।তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা বিপ্লব মিত্র দলবল নিয়ে যোগ দিয়েছে তৃণমূলে। তবে চুপ করে বসে নেই তৃণমূল , নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে নেমেছে ঘাসফুল শিবির। আর এদিন বিজেপিকে ধাক্কা দিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য অনুগামীদের নিয়ে যোগ দিয়েছেন তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, বিজেপি পঞ্চায়েতের সদস্য বুলবুলি বেসরা আড়াইশো অনুগামীকে নিয়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। বালুরঘাটে একটি দলীয় অনুষ্ঠানে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের জেলা কার্যনির্বাহী সভাপতি দেবাশিস মজুমদার তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।এই বুলবুলি বেসরা ছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্যা।এদিন বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, তিনি বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সাধারণ মানুষের জন্য ভাবেন, তাঁদের হয়ে কাজ করেন। তাঁর এই উন্নয়ন ভাবনা আমাকে দল বদলাতে অনুপ্রেরণা দিয়েছে।

স্থানীয় তৃণমূলের দাবি আগেও তৃণমূলের যোগদানের ইচ্ছাও প্রকাশ করেছিলেন ওই নেত্রী। তাঁর যোগদান প্রসঙ্গে তৃণমূলের জেলা কার্যনির্বাহী সভাপতি দেবাশিস মজুমদার বলেন, বুলবুলি বেসরা এবং তাঁর অনুসারীরা তৃণমূলে যোগ দিয়েছেন। কারণ তিনি এবং তাঁর অুগামীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিযানের অংশ হতে চান। বিজেপিতে থেকে যে উন্নয়ন সম্ভব নয়, শুধু বিভাজনই ওই দলটার মূল লক্ষ্য, তা বুঝেই নিজেদের সরিয়ে নিলেন তাঁরা। তাঁদের তৃণমূলে স্বাগত।

 

রাজনৈতিকমহলের মতে, এই যোগদানের ফলে তৃণমূলের শক্তি বাড়লো।যখন অমিত শাহ সভায় জানাচ্ছেন যে তারা ক্ষমতায় এলে বাংলাতে উন্নয়ন করবেন ঠিক তখনি দলের নেত্রী তাদের দলের উপর আস্থা না রেখে অন্য দলে যোগদান করছেন এই বিষয়টি বিজেপির অস্বস্তি বাড়ালো বলে মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!