এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অমিত-শুভেন্দুর যৌথ ট্যুইটে বেকায়দায় তৃণমূল, টালমাটাল রাজ্য-রাজনীতি!

অমিত-শুভেন্দুর যৌথ ট্যুইটে বেকায়দায় তৃণমূল, টালমাটাল রাজ্য-রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার নতুন এক ইস্যুকে কেন্দ্র করে চাপের মুখে পড়ে গেল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। যেখানে এক বিচারপতির সঙ্গে তৃণমূল সাংসদের বৈঠককে কেন্দ্র করে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে বাড়তি হাতিয়ার পেয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই এই ব্যাপারে টুইট করে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য থেকে শুরু করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

স্বাভাবিক ভাবেই কোন বিচারপতি তৃণমূল কংগ্রেসের সাংসদের সঙ্গে আলোচনা করেছেন এবং তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা নিয়ে দুই হেভিওয়েট বিজেপি নেতার ট্যুইটের পর রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। মূলত, কিছুদিন আগেই তুষার মেহেতার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সাক্ষাৎ করেছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানা অভিযোগ করা হয়েছিল। আর এবার কলকাতা হাইকোর্টের বিচারপতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের এক হেভিওয়েট সাংসদের বৈঠক বিজেপির কাছে বাড়তি হাতিয়ার হিসেবে চলে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে একটি টুইট করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লিখেছেন, “দিল্লিতে কলকাতা হাইকোর্টের বিচারকের সঙ্গে একজন সিনিয়র আইনজীবী এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলের একজন রাজ্যসভার সাংসদের বৈঠকের বিষয়টি নিয়ে এখনও চমকপ্রদ নীরবতা বিরাজ করছে। এই ধরনের উদ্বেগজনক পরিস্থিতি আইন এবং গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলেছে। যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন।” এদিকে শুভেন্দু অধিকারীর পাশাপাশি এই বিষয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

এদিন একটি ট্যুইটের মধ্যে দিয়ে তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট করতে হবে যে, একজন সিনিয়র আইনজীবী পশ্চিমবঙ্গে তার দলের একজন রাজ্যসভার সাংসদ এবং নির্বাচন পরবর্তী হিংসার মামলায় রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করছেন এবং একটি বড় আর্থিক কেলেঙ্কারি প্রধান আসামিকে রক্ষা করেছেন, তিনি সত্যিই গত শনিবার দিল্লিতে কলকাতা হাইকোর্টের একজন সিটিং জজের সঙ্গে দেখা করেছেন কিনা!” আর তৃনমূলের সাংসদের সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতির আলোচনা ঘিরে দুই বিজেপি নেতার এই ধরনের টুইট যে ঘাসফুল শিবিরকে যথেষ্ট চাপের মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। একাংশের প্রশ্ন, কোন বিচারপতি এই বৈঠক করেছেন এবং কোন মামলা নিয়ে এই বৈঠক হয়েছে? যদি বিজেপি নেতাদের এই দাবি সত্যি হয়, তাহলে আগামী দিনে যে এই বিষয়কে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে যথেষ্ট বেকায়দায় ফেলে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। ইতিমধ্যেই গোটা বিশ্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিজেপি নেতাদের বক্তব্য অনুযায়ী আসল রহস্যের পর্দা ফাঁস হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!