এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অমিতের সভার আগেই মমতাকে চিঠি দিয়ে তৃণমূল ছাড়লেন শুভেন্দু, শুরু জল্পনা

অমিতের সভার আগেই মমতাকে চিঠি দিয়ে তৃণমূল ছাড়লেন শুভেন্দু, শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখে কিছু বলেননি তিনি। কিন্তু একের পর এক বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের সঙ্গে যে তার দূরত্ব তৈরি হচ্ছে, তা বুঝিয়ে দিয়েছিলেন। আর সাম্প্রতিককালে বিধায়ক পদে ইস্তফার পরে একাংশের মনে জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল, এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অপেক্ষা শুভেন্দু অধিকারীর। কিন্তু আদৌ তিনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন কিনা, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে। বৃহস্পতিবার অরাজনৈতিক সভা থেকে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক মত স্পষ্ট করবেন বলে দাবি করেন একাংশ।

কিন্তু সেই বৃহস্পতিবারই নিজের সিদ্ধান্তের মধ্যে দিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলেন সেই শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন। যেখানে চিঠিতে তিনি লিখেছেন যে, তিনি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছেন। পাশাপাশি তাকে যেন অবিলম্বে এসব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, তার জন্য দলের কাছে আবেদন করেছেন তিনি।

শুধু তাই নয়, দলে তিনি যে সময় কাটিয়েছেন এবং দল তাকে যে গুরুত্ব দিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন শুভেন্দুবাবু। স্বভাবতই তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন নাকি বিজেপিতে যোগ দেবেন, এই নিয়ে জল্পনা বাড়তে শুরু করেছিল। আর তার মাঝেই অমিত শাহের বাংলা সফরের আগে যেভাবে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার মত সিদ্ধান্ত নিলেন, তাতে কার্যত হতচকিত রাজনৈতিক মহল।

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়লেন, এটা অত্যন্ত সত্য কথা। কিন্তু তার পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে, এখন সেটাই আলোচনার বিষয় গোটা বাংলা জুড়ে। বলা বাহুল্য, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি কারও সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তা থেকে থাকে, তাহলে তিনি শুভেন্দু অধিকারী। বিভিন্ন জেলায় তার অনুগত অনেক কর্মী সমর্থক রয়েছেন। ফলে সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করলে অনেকেই তার পথ ধরবেন বলে দাবি করা হয়েছিল। অবশেষে তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন সেই শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখন দেখার বিষয়, তিনি কোন দলে যোগদান করেন! অনেকে বলছেন, আগামী শনিবার মেদিনীপুরের মাটিতে সভা করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর তার আগে রীতিমতো পদ থেকে ইস্তফা দিয়ে শুভেন্দু অধিকারী সেই অমিত শাহের সভা থেকেই নিজের হাতে গেরুয়া পতাকা তুলে নেন কিনা, তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবেই হঠাৎ করেই বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর দলনেত্রীকে লেখা চিঠিতে যেভাবে তৃণমূল ছাড়ার কথা জানিয়ে দেওয়া হল, তাতে এখন রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মন্ত্রী পদ সহ বিধায়ক পদ ছাড়ার পরই কার্যত প্রমাণিত হয়ে গিয়েছিল, শুভেন্দু অধিকারী এবার তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন। পাশাপাশি একাংশ অনেকদিন ধরেই নিশ্চিত যে, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করলে তিনি বিজেপিতে নাম লেখাতে পারেন। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সবে মাত্র তৃণমূল দলত্যাগ করেছেন তিনি।

তবে যতদূর মনে করা হচ্ছে, অমিত শাহ যেহেতু বাংলায় আসছেন এবং মেদিনীপুরে পা রাখছেন, সেহেতু সেই মেদিনীপুরের মাটি থেকেই বিজেপিতে নাম লেখাতে পারে তৃনমূল কংগ্রেসের এই প্রাক্তন শীর্ষ নেতা। স্বাভাবিকভাবেই এখন কি করেন শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর তার পরবর্তী সিদ্ধান্ত কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!