এখন পড়ছেন
হোম > জাতীয় > চিনে নিন অমিত শাহকে তিনবার টেক্কা দেওয়া ‘রিসর্ট-রাজনীতির’ মাস্টারমাইন্ডকে

চিনে নিন অমিত শাহকে তিনবার টেক্কা দেওয়া ‘রিসর্ট-রাজনীতির’ মাস্টারমাইন্ডকে


কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে প্রথম পর্যায়ে পরিস্থিতি বিজেপির অনুকুলে থাকলেও শেষ অবধি আর রইলো না। নির্বাচন পরবর্তীতে একাধিক বার বিধায়ক কেনা বেচার তত্ত্ব নিয়ে জল্পনা চললেও তা সফল হলো না কংগ্রেসের দূরদর্শীতার জন্যে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো তারা কংগ্রেস এবং জেডিএস বিধায়কদের টাকার বিনিময়ে কিনতে চাইছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু দলকে সেই প্রলোভন থেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিজ্ঞ রাজনীতিবিদ বিধায়ক ডিকে শিবকুমার। তাঁর কূটনৈতিক বুদ্ধিবলেই দলের পক্ষ থেকে সকল বিজয়ী বিধায়কদের গোপণে সম্পূর্ণ সুরক্ষা সহ একটি বিলাসবহুল রিসর্টে স্থানান্তরিত করা হয়েছিলো। যার ফলে বিজেপি তাঁদের গোপণ অভিসন্ধি থেকে বিরত হয়। এর আগে অতীতে নির্বাচন পরবর্তী সময়ে আসন সমঝোতা সহ কূটনৈতিক চালের ক্ষেত্রে বিধায়ক ডিকে শিবকুমার তাঁর দূরদর্শীতার প্রমান দিয়েছিলেন। প্রসঙ্গত অতীতে মহারাষ্ট্র এবং গুজরাট বিধানসভায় আস্থা ভোটের ক্ষেত্রে বিধায়কদের গোপণ আস্থানা সরিয়ে রাখা হয়েছিলো ডিকে শিবকুমারএর প্রাস্তাবেই। রাজনৈতিক মহলের মতে  বিধায়ক ডিকে শিবকুমার প্রণীত এই ‘রিসর্ট রাজনীতি’ ভারতীয় রাজনীতিতে আগামী দিনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!