এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আমপান ক্ষতিপূরণ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারিতে অগ্নিগর্ভ বসিরহাট! এলাকায় বিশাল বাহিনী

আমপান ক্ষতিপূরণ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারিতে অগ্নিগর্ভ বসিরহাট! এলাকায় বিশাল বাহিনী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে গোষ্ঠীদ্বন্দ্ব, একথা রাজনৈতিক মহলের প্রায় সবাই বলে থাকেন। এবং তাঁদের কথা যে মর্মে মর্মে সত্য, সেকথা আবারও প্রমাণ হলো। আমফানের ক্ষতিপূরণ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে রাজ্যজুড়ে টানাপোড়েন। এতদিন পর্যন্ত বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে আমফানের ক্ষতিপূরণ সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানিয়ে এসেছে। কিন্তু এবার আমফান ক্ষতিপুরণ নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে লাগল চরম সংঘর্ষ। এই সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বিকেলে বসিরহাটে।

তৃণমূলের দুই পক্ষের মধ্যে এদিন তুমুল সংঘর্ষ, ভাঙচুর মারধরের ঘটনা ঘটে। এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনায়। সূত্রের খবর, আমফান ক্ষতিপূরণ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য এদিন বিকেলে স্হানীয় তৃণমূলের একদল কর্মী, সমর্থক রাস্তা অবরোধ করতে আসছিলেন। ঠিক সেই সময় হাড়োয়া ব্রিজের কাছে তৃণমূলের আরেকদল কর্মী, সমর্থক জড়ো হয়। প্রাথমিকভাবে দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটি হলেও ধীরে ধীরে পরিস্থিতি গুরুতর রূপ ধারণ করে। শুরু হয় দু পক্ষের মধ্যে মারধর। চলে দফায় দফায় ভাঙচুর ঘটনা।

এই ঘটনায় প্রায় 15 টি মোটরবাইক সমেত দুটি দোকান ঘর ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বিশাল পুলিশবাহিনী এসে উপস্থিত হয় এলাকায়। পাশাপাশি জানা গেছে, এই ঘটনায় দুই পক্ষের প্রায় 7 জন জখম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী, র‍্যাফ, কমব্যাট ফোর্স। ঘটনার জেরে এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র আতঙ্ক। প্রকাশ্যে এই হানাহানি হওয়ার ফলে স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষ ও ব্যবসায়ী মহল প্রত্যেকেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপাতত এই ঘটনার জেরে হাড়োয়া ব্রিজ এলাকা রীতিমত বনধের আকার নিয়েছে। আমফান ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে এর আগেও বহুবার বসিরহাট এলাকায় অশান্তির খবর পাওয়া গেছে। প্রকৃত ক্ষতিগ্রস্থরা টাকা পায়নি- সেই অভিযোগে শাসক দল থেকে শুরু করে জেলা প্রশাসনের দপ্তর সব জায়গাতেই বিক্ষোভ দেখানো হয়েছে। প্রসঙ্গত আমফান ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির আভাস পাওয়া মাত্রই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হাতে ব্যাপারটি সামাল দেন বলে জানা যায়। ক্ষতিগ্রস্তদের তালিকা নতুন করে তৈরী হয় এবং সেই অনুযায়ী ক্ষতিপূরণের কাজ শুরু হয়েছে নতুন করে।

কিন্তু তা সত্বেও বিভিন্ন জায়গায় আমফান ক্ষতিপূরণ নিয়ে এখনো যে বিক্ষোভ রয়েছে মানুষের মনে, সে কথা স্পষ্ট। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের আগে আমফান ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্ব এই মুহূর্তে তৃণমূলকে চূড়ান্ত অস্বস্তির মুখে দাঁড় করালো বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। দুর্নীতি নিয়ে এই ঘটনার সুযোগ যে বিরোধীরা নেবে, সে কথা অনস্বীকার্য বলে মনে করা হচ্ছে। আপাতত এই পরিস্থিতিতে আমফান ক্ষতিপূরণ দুর্নীতি সামলাতে রাজ্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেন, এখন সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!