এখন পড়ছেন
হোম > রাজ্য > আমপান থেকে ডিএ – একই দিনে হাইকোর্টে জোড়া ধাক্কা খেল মমতার সরকার, জেনে নিন বিস্তারিত ভাবে

আমপান থেকে ডিএ – একই দিনে হাইকোর্টে জোড়া ধাক্কা খেল মমতার সরকার, জেনে নিন বিস্তারিত ভাবে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শুক্রবার হাইকোর্টে একই দিনে জোড়া ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার। প্রসঙ্গত, গত ১ লা ডিসেম্বর হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আম্ফান ঝড়ের ক্ষতিপূরণ দানের দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখবে ক্যাগ। গতকাল শুক্রবার হাইকোর্টের সেই নির্দেশ সম্পর্কে বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণাণের ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল। এই বিষয়ে কোন আমল দেয় নি হাইকোর্ট। পূর্বের রায় বহাল রেখেছে। অন্য দিকে ডিএ মামলায় রাজ্য সরকার গতকাল একটি চিঠি পেশ করেছিল। কিন্তু তারও কোনো শুনানি হয়নি, যার শুনানি হবে আগামী ১৫ ই ডিসেম্বর।

প্রসঙ্গত, গত ১ লা ডিসেম্বর আদালতে যে পাঁচটি জনস্বার্থ মামলা সূত্রে অম্ফানের ক্ষতিপূরণের বিষয়টি ক্যাগকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল, হাইকোর্টে সেই পাঁচটি জনস্বার্থ মামলার এক মামলাকারী এই মামলাটি আবার নতুন করে শোনার আবেদন জানিয়েছিলেন আদালতকে। জানানো হয়েছিল যে, বিষয়টি যেহেতু আম্ফান নিয়ে নয়, তাই এই মামলাটিকে সেদিনের রায়ের আওতা থেকে বাদ দিক আদালত।

অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল যে, আম্ফান ঝড়ের ক্ষতি মেটাতে যথেষ্ট কাজ করেছে রাজ্য। তাই এই বিষয়টি নিয়ে আরও শুনানি উচিত। আবার, এক মামলাকারীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আম্ফান ঝড়ের ক্ষতিপূরণ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ পেশ করতে রাজ্য প্রায় সাড়ে ছয় থেকে সাত মাস সময় পেয়েছিল। কিন্তু তা ক্যাগকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার পর, তার কোনো গ্রহণযোগ্যতা নেই। কিন্তু হাইকোর্ট তার পূর্ববর্তী রায় বহাল রেখেছে।

আপনার মতামত জানান -

অন্যদিকে গতকাল ডিএ মামলায় রাজ্য সরকার এক পাতার একটি চিঠি আদালতে পেশ করেছিল শুনানির জন্য। অথচ কোন শুনানি হয়নি। সম্প্রতি স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এসেছে রাজ্য। গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডন ও সৌমেন সেনের ডিভিশন বেঞ্চএর পক্ষ থেকে এই মামলাটির শুনানি ১৫ ই ডিসেম্বর হবে বলে জানানো হলো। প্রসঙ্গত, ডি এ মামলায় হাইকোর্ট হাইকোর্ট ও স্যাট মিলিয়ে পর ধাক্কা ৪ বার ধাক্কা খেলো রাজ্য সরকার।
স্যাটের সর্বশেষ নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয় গত ২০১৯ এর জুলাই মাসে।

স্যাটের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ৬ মাসের মধ্যে ভাতা মিটিয়ে দিতে হবে এবং তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে যে, কিভাবে এই ভাতা দেওয়া হবে। স্যাটের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য। তবে মামলাটি খারিজ করে দিয়েছিল স্যাট। এরপর আদালত অবমাননার মামলাতে রাজ্যকে আগামী ১৬ ই ডিসেম্বরের মধ্যে তা মিটিয়ে দেবার নির্দেশ দিয়েছিল স্যাট। এবার, তার একদিন আগে হবে মামলার শুনানি। এভাবে হাইকোর্টে গতকাল আম্ফান ও ডিএ নিয়ে একই দিনে জোড়া ধাক্কা খেলো মমতা সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!