এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমপানের মতই ইয়াসকে রোধ করতে নিশাচর মমতা, নজরদারি চালাবেন কন্ট্রোলরুমে!

আমপানের মতই ইয়াসকে রোধ করতে নিশাচর মমতা, নজরদারি চালাবেন কন্ট্রোলরুমে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক বছর আগেকার স্মৃতি আবার ফিরে এসেছে। করোনা ভাইরাসের প্রথম ঢেউ যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, তখন রাজ্যে আছড়ে পড়েছিল ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফান। রাজ্যের একাধিক জেলার উপর দিয়ে বয়ে গিয়েছিল সেই ঘূর্ণিঝড়। যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সাধারন মানুষ। কিন্তু সেই এক বছরের তিক্ত স্মৃতি কাটতে না কাটতেই আবার করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে, ঠিক তখনই বাংলার ওপর আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে “ইয়াস” নামে এক ভয়াবহ ঝড়ের।

আর এক বছর আগে যখন আম্ফান আছড়ে পড়েছিল, তখন নবান্ন থেকে কন্ট্রোল রুমের সমস্ত বিষয়ে নজর রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না। এক বছর আগেকার মতই এবার অতন্দ্র প্রহরী হিসেবে রাজ্যবাসীকে নিরাপত্তা দিতে এবং তাদের পাশে দাঁড়াতে রাতভর গোটা বিষয়টির ওপর নজর রাখবেন বাংলার প্রশাসনিক প্রধান বলে খবর। এক্ষেত্রে মঙ্গল এবং বুধবার তিনি রাজ্য সরকারের সদরদপ্তরে রাত্রি যাপন করবেন বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই ভয়াবহ ঝড়কে রোধ করতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলোকে সতর্ক করা হয়েছে। তবে ঝড়ের পূর্বাভাস দেওয়ার সাথে সাথেই তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আবার এক বছর আগেকার মত গোটা পরিস্থিতি সামলে নিতে সক্ষম হবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর একবছর আগে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবাস করেছিলেন সদরদপ্তরে, ঠিক একইভাবে এবারেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না বলে খবর। জানা গেছে, মঙ্গল এবং বুধবার রাতে কন্ট্রোল রুম থেকে সমস্ত বিষয় তদারকি করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অর্থাৎ গোটা বিষয়টি নিজেই পরিচালনা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে রাজ্যবাসীর পাশে দাঁড়াতেই তার এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে এই ঝড়ের পূর্বাভাস, দুই সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে রাজ্য সরকারকে। এক বছর আগেকার পরিস্থিতি আবার ফিরে এসেছে। যদি আম্ফানের মত বা তার থেকেও ভয়ানক হয়ে ওঠে এই ঘূর্ণিঝড়, তাহলে কিভাবে রাজ্য ঘুরে দাঁড়াবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আর এই অবস্থায় রাজ্যবাসীকে আশ্বাস দিতেই এবং পাশে দাঁড়াতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাত জাগতে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ রাজ্যবাসী যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন এবং তাদের পাশে যে রাজ্য সরকার রয়েছে, সেই বার্তা দিতেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ, সেই বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে ভয়াবহ ঝড়ের দুই দিন রাজ্য সরকারের সদর দপ্তরেই রাত কাটাতে চলেছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!