এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘আমফানের টাকার হিসাব চাই। তুই টাকা দিয়েছিস যে তোকে হিসেব দেব?’ মেদিনীপুরের সভা থেকে কাকে বিধলেন মমতা

‘আমফানের টাকার হিসাব চাই। তুই টাকা দিয়েছিস যে তোকে হিসেব দেব?’ মেদিনীপুরের সভা থেকে কাকে বিধলেন মমতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ দুর্যোগ আমপান নিয়ে প্রথম থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছিল। যেখানে রাজ্যের পক্ষ থেকে মানুষকে সাহায্য করার কথা বলা হলেও, বিভিন্ন জায়গায় বিভিন্ন পঞ্চায়েতের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ। আর এই পরিস্থিতিতে চাপে পড়েছিল তৃণমূল কংগ্রেস প্রশাসন। বিরোধী দল বিজেপি থেকে শুরু করে সিপিএম প্রায় প্রত্যেকেই দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারকে বিদ্ধ করতে শুরু করে। তবে এবার বিরোধীদের সেই জবাব পূর্ব মেদিনীপুরের মাটি থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিকে আমফানের টাকার হিসেব চাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বাংলার প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কত মানুষের কোভিড হয়েছে বলুন। একটা টাকা দেয়নি। বলেছে, আমফানের টাকার হিসাব চাই। তুই টাকা দিয়েছিস যে, তোকে হিসেব দেব। বলছে, কত মাক্স কিনেছি, তুই টাকা দিয়েছিস যে তোকে হিসেবে দেব! তোরা আগে কমরেডরা জনগণকে হিসেব দে। টাকা দেব আমরা। আর উনি আমার থেকে হিসেব চাইবেন। বুঝুন অবস্থা।”

স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যের পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বিরোধীরা তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা বক্তব্য পেশ করতে শুরু করেছে। যার ফলে কার্যত অস্বস্তি বাড়ছে রাজ্যের ঘাসফুল শিবিরের। এক্ষেত্রে বিরোধীদের প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। এক্ষেত্রে ভয়াবহ দুর্যোগের টাকা মানুষকে দেওয়া নিয়ে দুর্নীতি হয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করতে দেখা গিয়েছিল বিরোধীদের।

এমনকি সাম্প্রতিককালে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই অভিযোগ তুলে তৃণমূল সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এই পরিস্থিতিতে সেই বিরোধীদের এক হাত নিয়ে মেদিনীপুরের মাটি থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কেউ টাকা দেয়নি, তাই কাউকে হিসাব দেব না বলে জানিয়ে দিলেন তিনি।

স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যে এখন বিরোধীরা আবার প্রশ্ন তুলতে শুরু করেছেন। একাংশের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধীরা প্রশ্ন করবেই। কিন্তু সেই প্রশ্ন যদি এড়িয়ে গিয়ে বিরোধীদের মতামতকে দমানোর চেষ্টা করে প্রশাসন, তাহলে তা সত্যিই দুর্ভাগ্যজনক বলে দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী তার নিজের চেয়ারের গরিমাটাই জানেন না। তাই এসব বলছেন। তাছাড়া তার দলের যা অবস্থা, তাতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।” অন্যদিকে এই ব্যাপারে সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেন, “খারাপ মানুষদের হাতে রাজনৈতিক ক্ষমতা পড়লে যা হওয়ার তাই হয়েছে।”

একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যের সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, “প্রধানমন্ত্রী এসে শুরুতেই আমপানের জন্য এক হাজার কোটি টাকা দিয়ে গিয়েছিলেন। সবাই জানে। তার পরেও টাকা এসেছে দিল্লি থেকে। কিন্তু সেই টাকা তৃণমূলের নেতারা লুট করে নিয়েছে। দিদিমনির কাছে হিসেব থাকলে তো দেবেন।”

স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধীদের হিসেবে দেবেন না বলে কটাক্ষ করছেন, তখন বিরোধীরা পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে দিলেন। যাকে কেন্দ্র করে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে কার্যত শোরগোল সৃষ্টি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!