এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “আমরা আত্মবিশ্বাসী, আমরা ক্ষমতায় ফিরছিই। আমরা বাংলায় জিতছিই।” – আত্মবিশ্বাসী বক্তব্য হেভিওয়েট তৃণমূল সাংসদের

“আমরা আত্মবিশ্বাসী, আমরা ক্ষমতায় ফিরছিই। আমরা বাংলায় জিতছিই।” – আত্মবিশ্বাসী বক্তব্য হেভিওয়েট তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল নানা বাধা- বিপত্তি, নানা গন্ডগোল ও অশান্তির মধ্যে দিয়ে শেষ হলো চতুর্থ দফার নির্বাচন। একাধিক স্থানে নানা বাধাবিপত্তি সত্ত্বেও, ভোটদানের হার ছিলো উল্লেখযোগ্য। গতকালের নির্বাচন শেষে ভিডিও বার্তার মাধ্যমে বেশ কিছু আত্মবিশ্বাসী মন্তব্য করতে দেখা গেল রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। এক ভিডিও বার্তায় তিনি জানালেন যে, তাঁরা আত্মবিশ্বাসী, তাঁরা ক্ষমতায় ফিরছেন, তাঁরাই বাংলায় জিতছেন।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন গতকাল জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে ৮ দফার মধ্যে ৪ দফা নির্বাচন গতকাল শেষ হয়েছে। খেলা হবে, কিন্তু খেলা এখনো হবে। এখন হলো হাফটাইম। তাঁরা আত্মবিশ্বাসী যে, তাঁরা ক্ষমতায় ফিরছেন। বাংলায় তৃণমূলই জয়লাভ করবে। গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নাম না করেও তীব্র কটাক্ষ করেছেন ডেরেক ও’ব্রায়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন যে, দলবদল করা দুজন মন্ত্রী যারা যোগদান করেছিলেন বিজেপিতে। একজন লড়াই করেছিলেন নন্দীগ্রাম থেকে, অন্য একজন লড়াই করেছিলেন ডোমজুড় থেকে। তাঁরা দুজনেই পরাজিত হচ্ছেন। এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে সরাসরি নাম না করেও তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন। বাবুল সুপ্রিয় সম্পর্কে তিনি জানিয়েছেন যে, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী টালিগঞ্জ থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনিও নির্বাচনে পরাজিত হচ্ছেন।

এরপর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, নরেন্দ্র মোদি ও অমিত শাহ দুজনেই মনে করেন যে, অর্থ দিয়ে সবকিছু কেনা যায়। ক্ষমতা দিয়ে সমস্ত কিছু অর্জন করা যায়। কিন্তু অর্থ দিয়ে মুখের হাসি কেনা যায় না। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে।

অন্যদিকে, চতুর্থ দফার নির্বাচনে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত ঘটনা, গন্ডগোল, অশান্তির ঘটনা ঘটলেও চতুর্থ দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেই, জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তবে, এটাও সত্যি যে, গতকাল সন্ধে সাড়ে ৬ টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ২৩৭১ টি অভিযোগ জমা পড়েছে। গতকাল সাংবাদিক সম্মেলনে আরিজ আফতাব জানিয়েছেন যে, একটা জেলা বাদ দিলে শান্তিতেই সম্পন্ন হয়েছে চতুর্থ দফার নির্বাচন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!