এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > অনাবাসী বাঙালিদের জন্য এবার নয়া কমিটি, জন সংযোগ বাড়ানোর লক্ষ্যে নয়া পদক্ষেপ গেরুয়া শিবিরের

অনাবাসী বাঙালিদের জন্য এবার নয়া কমিটি, জন সংযোগ বাড়ানোর লক্ষ্যে নয়া পদক্ষেপ গেরুয়া শিবিরের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে বিভিন্ন দেশে বসবাস করা অনাবাসী বাঙ্গালীদের বিজেপির কাছে টানতে বিশেষ পদক্ষেপ নিল বিজেপি। এ কাজের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন দেশে থাকা বেশ কিছু বাঙালিকে বিজেপির সংগঠন ও প্রচারের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশে থাকা শিক্ষিত ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বাঙালিরা বিদেশে থাকা অন্যান্য বাঙ্গালীদের সঙ্গে যোগাযোগ করবেন ও তাদেরকে বিজেপির কাছে টানবেন। আবার সোনার বাংলা গড়তে অনাবাসী বাঙালি দের কাছ থেকে প্রয়োজনীয় মতামতও গ্রহণ করবে বিজেপি। এই সমস্ত কাজ বাংলায় বসে পরিচালনা করতে বিশেষ কমিটি গঠন করল বিজেপি।

এই কাজের জন্য রাজ্যে তৈরি করা হয়েছে এক বিশেষ কমিটি। যার নাম রাখা হয়েছে বিদেশ বিভাগ। আর এই কর্মসূচির নাম দেয়া হয়েছে এনআরআই ফর সোনার বাংলা। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট ফুটবলার ও গত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে। এরসঙ্গেই রাজীব বিশ্বাস ও হিমাদ্রী দাসকে তাঁর সহযোগী করা হয়েছে। তাঁরা অনাবাসী বাঙালিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে যোগাযোগ করবেন ও দলের হয়ে প্রচারের কাজ করবেন। এ প্রসঙ্গে কমিটির আহ্বায়ক কল্যাণ চৌবে জানালেন যে, পশ্চিমবঙ্গকে যদি সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হয়, তবে সে ক্ষেত্রে অনাবাসী বাঙ্গালীদের পরামর্শ অত্যন্ত জরুরী। সে কাজটাই তাঁরা করতে চাইছেন।

আপনার মতামত জানান -

এদিকে বহু বাঙালি বিদেশে বসবাস করছেন। তাঁরা যে শুধু ভোটার তাই নন। তাঁরা এদেশে বসবাসকারী আত্মীয়-পরিজনদের প্রভাবিত করে, তাঁদেরকে বিজেপির দিকে টানতে পারেন। ফলে, জন সংযোগ বাড়বে দলের। এই কারণে বিজেপি এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। প্রসঙ্গত, এর মধ্যেই প্রায় আড়াই লক্ষ অনাবাসী বাঙালির তালিকা তৈরি করে কমিটির হাতে তুলে দেয়া হয়েছে। যাদের মধ্যে থেকে বেছে নেয়া হয়েছে ১৫ হাজারের মতো অনাবাসী বাঙালিকে। তাদের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি। সেইমতো তাদের কর্মসূচি দেয়া হচ্ছে। তারাই বাকি বাঙালিদের সঙ্গে যোগাযোগ করে তাদের বিজেপি মুখী করার চেষ্টা চালাবেন।

বিজেপি সূত্রের খবর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ইংল্যান্ড, জার্মানি, ও আমেরিকার দুটি টাইম জোন এলাকায় এই কর্মসূচি সম্প্রতি বাস্তবায়িত করা হচ্ছে। এই জায়গাগুলোর জন্য মোট ২৫ জন বাঙ্গালীকে এর দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি সমস্ত দেশে ৩ থেকে ৫ জন বাঙালিকে এই দায়িত্ব দেয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। আবার, সম্প্রতি ২৫ জনকে এই দায়িত্ব দেয়া হলেও, পরে এদের সংখ্যা বাড়ানো হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে। এভাবেই আগামী বিধানসভা নির্বাচনের প্রবাসী বাঙালিদের কাছে টানতে বিশেষ পদক্ষেপ নিল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!