এখন পড়ছেন
হোম > জাতীয় > “আনন্দ বর্মনকে তৃণমূলের গুণ্ডারা মেরেছে অথচ তাঁর মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি শব্দও খরচ করেননি এখনও।” – বিস্ফোরক নাড্ডা

“আনন্দ বর্মনকে তৃণমূলের গুণ্ডারা মেরেছে অথচ তাঁর মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি শব্দও খরচ করেননি এখনও।” – বিস্ফোরক নাড্ডা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পঞ্চম দফার নির্বাচনের প্রচারের শেষদিনে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ নিউটাউনের কদমপুরে জনসভায় যোগদান করলেন তিনি। মঞ্চে উঠে বাবাসাহেব আম্বেদকারের ছবিতে মাল্যদান করলেন তিনি। প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানালেন তাঁকে। এরপরই রাজ্যের শাসক দল তৃণমূলকে দলিত বিরোধী বলে কটাক্ষ করলেন। সেই সঙ্গে তিনি জানালেন, শীতলকুচিতে আনন্দ বর্মনকে তৃণমূলের গুন্ডারা হত্যা করেছে। কিন্তু তাঁর মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি শব্দও খরচ করেন নি এখনও।

আজ বাবাসাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে জে পি নাড্ডা জানালেন, বাবাসাহেব আম্বেদকর হলেন আগামী দিনের পথ চলার প্রেরণা। তিনি পথপ্রদর্শক ছিলেন, যিনি লড়াই থেকে কখনো সরে যাননি। তিনি জানালেন, বাবাসাহেব আম্বেদকরও একসময় নাগরিকত্ব আইন নিয়ে সোচ্চার হয়েছিলেন। কিন্তু সিএএ নিয়ে বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের শাসক দল তৃণমূল দলিত বিরোধী কাজ করছে। মতুয়া,নমশুদ্র, রাজবংশীরা দেশেরই অংশ। বিজেপি তাদের নাগরিকত্ব দেবে। স্ট্যান্ডআপ ইন্ডিয়ার মাধ্যমে দলিতদের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর শীতলকুচির গুলি কান্ড সম্পর্কে তিনি জানালেন যে, এখানকার সরকার দলিত বিরোধী কার্যকলাপ করছে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। আনন্দ বর্মনকে হত্যা করেছে তৃণমূলের গুন্ডারা। কিন্তু তাঁর মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত একটি শব্দও খরচ করেন নি। তিনি প্রশ্ন করেছেন কি অন্যায় করেছিলেন আনন্দ বর্মন? জীবনে প্রথমবার ভোট দিতে এসেছিলেন তিনি।

এভাবে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষের পর, তার পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এ প্রসঙ্গে তিনি জানালেন, জেপি নাড্ডা হলেন মূর্খ। বাংলার ব্যাপারে তিনি কিছুই জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত ৫,৬ বার আনন্দ বর্মন সম্পর্কে বলেছেন। জেপি নাড্ডা মেরুকরণ করতে চাইছেন। এটা বিজেপির অন্যায় রাজনীতির অংশ। এই ঘটনার নিন্দা করা উচিত ছিল বিজেপির। কিন্তু এর মধ্যেও বিজেপি ধর্মীয় বিভাজন, মেরুকরণ খুঁজছে। এর নিন্দা করছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!