এখন পড়ছেন
হোম > জাতীয় > আবদার রেখেছেন মোদী, প্রবল খুশি তৃণমূল সাংসদ! একি ঘটলো জাতীয় রাজনীতিতে?

আবদার রেখেছেন মোদী, প্রবল খুশি তৃণমূল সাংসদ! একি ঘটলো জাতীয় রাজনীতিতে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল সাংসদ হিসেবে সংসদে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য বিরোধীদের হাততালি পান মহুয়া মৈত্র। তিনি যখন সংসদে বক্তব্য রাখেন, তখন কার্যত অস্বস্তি বাড়ে কেন্দ্রের শাসকদলের ভারতীয় জনতা পার্টির। নানা সময় তিনি নানা বিষয় তুলে ধরে কেন্দ্রের কাছে দাবি দাওয়া করেন। আর এবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যেখানে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণের পাশাপাশি ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য করোনার পিকশন ডোজ চালু করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, তখন কার্যত খুশি হয়ে একটি টুইট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যেখানে প্রধানমন্ত্রী তার কথা শুনেছেন বলে জানিয়ে দিবেন তিনি। স্বাভাবিক ভাবেই মহুয়া মৈত্রের এই টুইটকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে।

প্রসঙ্গত, শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে নতুন বছরের শুরুতেই 15 থেকে 18 বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু হবে বলে জানিয়ে দেন তিনি। পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের জন্য করোনার পিকশন ডোজ চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। আর তারপরেই আজ একটি টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যেখানে তিনি লেখেন, “মাননীয় মোদীজি আমার কথা শুনেছেন। অবশেষে ষাটের বেশি বয়সীদের জন্য এবং দেশের ফ্রন্টলাইন কর্মীদের জন্য বুষ্টার ডোজ আনা হচ্ছে।” একাংশ বলছেন, মহুয়া মৈত্র আগেই এই দাবি তুলেছিলেন। স্বাভাবিকভাবেই এবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেই ব্যাপারে ঘোষণা করার পরেই রীতিমত খুশি হয়েছেন তৃণমূল সাংসদ।
আর সেই কারণেই প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন বলে জানিয়ে দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!