আন্দোলন চললেও বন্যা দুর্গতদের জন্য বড় সিদ্ধান্ত, মানবতা দেখালেন জুনিয়র চিকিৎসকরা! রাজ্য September 19, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অভয়ার বিচারের দাবিতে যেমন আন্দোলন চলছে, তেমনই চলবে। কারণ এটা জুনিয়র চিকিৎসকদের তো বটেই, হাসপাতালগুলিতে নিরাপত্তা রক্ষার দাবিতে আন্দোলন। তাই সেই আন্দোলন যেমন চলছে, ঠিক তেমনই রাজ্যে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে যে সমস্ত মানুষ বিপদের মুখে রয়েছেন, তাই আন্দোলনের মাঝেও তাদের পাশে দাঁড়াতে এবার বড় সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা। সূত্রের খবর, এদিন জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আন্দোলনের মাঝেই বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, এতদিন তারা যেভাবে আন্দোলনে ছিলেন, তাতে সাধারণ মানুষ অনেক সহযোগিতা করেছেন। তাই মানুষের সেই সমস্ত সহযোগিতার বস্তু, তারা বন্যা দুর্গত যে সমস্ত মানুষেরা রয়েছেন, তাদের মধ্যে বিলি করতে চান। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক করার ঘোষণাও করা হয় জুনিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে। অর্থাৎ একদিকে আন্দোলন যেমন চলছে, তেমনটা চলবে। কিন্তু বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে জুনিয়র চিকিৎসকরা যে উদ্যোগ নিচ্ছেন, তা এক কথায় নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -