এখন পড়ছেন
হোম > জাতীয় > আন্দোলনরত কৃষকদের সঙ্গে আজ আবার বৈঠক কেন্দ্রের, কৃষি আন্দোলনে নিহত কৃষকদের শ্রদ্ধা কংগ্রেসের

আন্দোলনরত কৃষকদের সঙ্গে আজ আবার বৈঠক কেন্দ্রের, কৃষি আন্দোলনে নিহত কৃষকদের শ্রদ্ধা কংগ্রেসের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় দু মাস হতে চলেছে কৃষক আন্দোলনের। কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি ও দিল্লির আশপাশে চলছে কৃষকদের আন্দোলন। এই পরিস্থিতিতে আজ কৃষকদের সঙ্গে অষ্টম দফার আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। আবার, আজ শুক্রবার নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনশন করলেন উত্তরপ্রদেশের ১৫ জন কৃষক। গত ১৫ দিন ধরে দিল্লির চিল্লা সীমান্তে রীলে অনশন চলছে কৃষকদের।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সংযুক্ত কিষান মোর্চার ট্রাক্টর র‍্যালি অনুষ্ঠিত হলো। এরপর আজ কেন্দ্রের সঙ্গে ক্ষুব্দ কৃষকদের অষ্টম দফার বৈঠক হতে চলেছে। গতকাল, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে নানকসর সম্প্রদায়ের তরফ থেকে বাবা লক্ষ সিং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে, কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যে, নয়া তিন কৃষি আইন বাতিলের দাবি বাদ দিয়ে কৃষকদের অন্য কোনো প্রস্তাব কেন্দ্রীয় সরকার মেনে নিতে রাজি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, আগামী ২৬ সে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লিতে ট্রাক্টর র‍্যালির সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা। গতকাল তার মহড়া উপলক্ষে দিল্লিতে ট্রাক্টর মিছিল করেছিলেন বিক্ষুব্ধ কৃষকেরা। গতকাল হাজার হাজার ট্রাক্টর জমা হয়েছিল গৌতম বুদ্ধ নগরে। ইতিপূর্বে, গত ৩০ সে ডিসেম্বর ক্ষুব্দ কৃষকদের সঙ্গে কেন্দ্রের ষষ্ঠ বৈঠক বসে ছিল।

যে বৈঠকে ক্ষুব্ধ কৃষকদের চারটি দাবির মধ্যে দুটি দাবিতে সম্মতি জানিয়েছিল কেন্দ্র। তবে, কৃষি আইন প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার বিষয়ে কোনরকম ফয়সালা হয়নি সেদিনের বৈঠকে। আজ হতে চলেছে অষ্টম দফায় বৈঠক। সে বৈঠকে কোন রফাসূত্র বেরোয় কিনা, সেদিকে দৃষ্টি সকলের।

অন্যদিকে, কেন্দ্রের উপর চাপ বাড়াতে কৃষি আন্দোলনে নিহত কৃষকদের শ্রদ্ধা জানানোর বিশেষ পরিকল্পনা নিলো যুব কংগ্রেস। কৃষি আন্দোলনে নিহত কৃষকদের শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থানে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে চলছে যুব কংগ্রেস। আজ সন্ধ্যা ৬ টার পর যুব কংগ্রেসের পক্ষ থেকে নিহত কৃষকদের শ্রদ্ধা জানানো হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!