এখন পড়ছেন
হোম > রাজ্য > একদা অনিল বিশ্বাসের গড়ে ঘাসফুলের দাপটে প্রার্থীই খুঁজে পেল না বামফ্রন্ট

একদা অনিল বিশ্বাসের গড়ে ঘাসফুলের দাপটে প্রার্থীই খুঁজে পেল না বামফ্রন্ট

বামজামানার একসময়ের প্রানকেন্দ্রে থাকা নদিয়ার করিমপুর ১ ব্লকের দাঁড়ের মাঠ গ্রামে আজ প্রার্থীই খুঁজে পাওয়া যাচ্ছে না বামেদের তরফ থেকে লড়বার। পঞ্চায়েত ভোট পর্বে নজরে এল এক অন্যরকম খবর। সিপিএম এর রাজ্য সম্পাদক প্রয়াত জনপ্রিয় নেতা অনিল বিশ্বাসের গ্রাম দাঁড়ের মাঠ তাঁর ডাক নাম ‘কেরু’ নামেই পরিচিত ছিল এমনটাই জানা যাচ্ছে। বাম আমলে নিজস্ব প্রতাপেই এই কেরু-র গ্রাম জায়গা করে নিয়েছিলো পঞ্চায়েতে পাতায়। বাম দলের এক যুব কর্মী বলেন, ”জানেন, পাঁচ বছর আগেও অনিলদার নামে এক বার ডাক দিলেই পিলপিল করে লোক বেরিয়ে আসত। এ বার, অনেক খোঁজাখুঁজির পরেও কেউ কাস্তে-হাতুড়ি প্রতীকে দাঁড়াতে চাইলেন না!” এরকম রমরমা ছিল বামেদের ওই গ্রামে। আজ সেই গ্রামেই পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে পারেনি সিপিএম। একমাত্র দলের প্রাক্তন বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ পুরানো চিহ্ন রাখতে প্রার্থী হয়েছেন একমাত্র জেলা পরিষদের আসনটিতে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা যায়,গত পঞ্চায়েত নির্বাচনের মতো এবারেও শিকারপুর আর পিপুলবেড়িয়া পাশাপাশি দুটো গ্রাম পঞ্চায়েতে দুটি আসন রয়েছে সিপিএম এর দখলে। করিমপুর বিধানসভা ভোটে ঘাসফুল শিবির জিতলেও এই এলাকায় স্বমহিমায় উড়ছিলো লালঝান্ডা। এবার সেই শিকারপুর,পিপুকবেড়িয়াতেই বামফ্রন্টের প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। এরকম অবস্থায় তাঁরা ঝুঁকেছে গেরুয়া শিবিরের দিকে এবং সঙ্গে নিয়েছে তৃণমূল বিরোধী এক নির্দল প্রার্থীকেও। কেন এমন সিদ্ধান্ত এ বিষয়ে জড়তা নিয় সমরেন্দ্রবাবু জানান,”ওবিসি সংরক্ষিত আসন তো, প্রার্থী দেওয়া যায়নি। তবে, তৃণমূলের সঙ্গে টক্কর দিতে আমরা শাসক বিরোধী সব ভোট এক জায়গায় করার কথা বলছি।”
জানা গেছে সিপিএমের দাপট কমে গেছে দেখে বামেদের লোকাল কমিটির সম্পাদক মানিক বিশ্বাস কয়েকমাস আগেই গুটিগুটি পায়ে ভীড়েছেন ঘাসফুল শিবিরে। এই ঘটনার সত্যতা স্বীকার করেই তিনি জানিয়েছেন, ”মিথ্যে বলব না, গত বিধানসভা ভোটেও সিপিএমের লিড ছিল একানে, কিন্তু দম্ভের ধাক্কায় দলটা কোথায় পিছিয়ে গেল আজ!” অন্যদিকে,তৃণমূলের করিমপুর ১ ব্লক সভাপতি তরুণ সাহা জানান যে এলাকায় কোনও সন্ত্রাসের নজির নেই। সিপিএম এর প্রার্থী তাঁদেরই খুঁজতে হবে। আসলে দলটা চলছে শুধু নামে। কাজের কাজ করেনা কিছুই। এলাকার বামদলকে ‘সাইনবোর্ড’ বলে ব্যঙ্গও করলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!