এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > অনিল কন্যার হয়ে ব্যাটিং করলেন ক্ষিতি কন্যা, আরও ব্যাকফুটে সিপিএম!

অনিল কন্যার হয়ে ব্যাটিং করলেন ক্ষিতি কন্যা, আরও ব্যাকফুটে সিপিএম!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তারা দুজনেই বাম মতাদর্শে বিশ্বাসী ছিলেন। একজন সিপিএমের নেতা ছিলেন, আর একজন ছিলেন আরএসপি দলের নেতা। তবে উভয়েই বামপন্থী আদর্শে বিশ্বাসী ছিলেন। তবে তাদের উত্তরসূরিরা যে তাদের অবর্তমানে দল সম্পর্কে মন্তব্য করে বামেদের অস্বস্তি বাড়িয়ে দেবেন, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি অনিল বিশ্বাস এবং ক্ষিতি গোস্বামীরা। বর্তমানে পশ্চিমবঙ্গে বামেদের দশা কার্যত শূন্য হয়ে গিয়েছে। 2021 এর বিধানসভা নির্বাচনে তারা একটি আসনেও জয়লাভ করতে পারেনি। যা কার্যত বেনজির বলেই মনে করছেন একাংশ।

আর এই পরিস্থিতিতে সম্প্রতি তৃণমূলের মুখপত্রে সিপিএম নেতা প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসের একটি লেখা প্রকাশ্যে আসে। আর তারপরেই সিপিএমের পক্ষ থেকে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা শোনা যায়। আর এবার প্রয়াত অনিলবাবুর কন্যার হয়ে ব্যাটিং করতে দেখা গেল আরএসপি দলের নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীকে।

বলা বাহুল্য, ইতিমধ্যেই দলের অন্দরে চর্চা শুরু হয়েছে যে, অজন্তা বিশ্বাসকে তৃণমূলের মুখপত্রে কলম ধরার জন্য শোকজ করা হতে পারে। আর তার বিরুদ্ধেই মন্তব্য করতে দেখা গেছে হেভিওয়েট নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীকে। এদিন অজন্তাদেবীর কায়দাতেই তৃণমূলের মুখপত্রে উত্তর সম্পাদকীয়তে লেখেন, ক্ষিতিবাবুর কন্যা বসুন্ধরাদেবী। যেখানে অজন্তা বিশ্বাসকে সমর্থন করে তিনি লেখেন, “ইতিহাসের অধ্যাপিকা অজন্তা বিশ্বাস জাগো বাংলায় একটা লেখা লিখেছেন। বিষয়, “বঙ্গ রাজনীতিতে নারীশক্তি।” এই লেখাটির পর মিডিয়ায় দেখছি, সিপিএমের তরফ থেকে অজন্তাকে আক্রমণ করা হচ্ছে। শোকজ করা হবে, ব্যবস্থা নেওয়া হবে, এই সমস্ত কিছু বলা হচ্ছে। এইসব দেখে আমি বিস্মিত হয়ে যাচ্ছি। অজন্তার লেখাটা আমি পড়েছি। ইতিহাসের ছাত্রী, ইতিহাসের অধ্যাপিকা হিসেবে একটি সুন্দর লেখা লিখেছেন। লেখাটি তথ্যসমৃদ্ধ এবং নির্বিশেষে সবার ভূমিকার সশ্রদ্ধ উল্লেখ করেছেন। বামপন্থী নেত্রীদের কথাও রয়েছে। আর এটা বাস্তব, বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিয়ে লেখা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্পূর্ণ হতে পারে না। অজন্তা কোনো ভুল করেনি। এই নিয়ে তাকে সিপিএমের আক্রমণ দেখে আমি বলতে বাধ্য হচ্ছি, ওরা স্ট্যানিলিস্ট দল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই অজন্তা বিশ্বাসের পাশে যেভাবে আর একটি লেখার মধ্যে দিয়ে দাঁড়াতে দেখা গেল হেভিওয়েট বামনেতা ক্ষিতি গোস্বামীর কন্যাকে, তাতে সিপিএম যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বলছেন, অজন্তা বিশ্বাসের বিরুদ্ধে সিপিএম কড়া পদক্ষেপ নেবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু যেভাবে ক্ষিতিবাবুর কন্যা তার হয়ে ব্যাটিং করলেন, তাতে সিপিএম এই পদক্ষেপ গ্রহণ করবে কিনা, তা যথেষ্ট চিন্তার বিষয়।

আবার অনেকের মতে, সিপিএম নেতৃত্ব এক্ষেত্রে অজন্তা বিশ্বাসের পাশাপাশি প্রয়াত হেভিওয়েট বামনেতা ক্ষিতি গোস্বামী কন্যার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করতে পারে। যদিও বা সেই সম্ভাবনা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তবে একের পর এক হেভিওয়েট বাম নেতাদের কন্যারা যেভাবে বাম নেতৃত্বের দিকে আঙ্গুল তুলতে শুরু করেছেন, তাতে শূন্য হয়ে যাওয়া সিপিএমের অভ্যন্তরীণ শৃঙ্খলা যে কার্যত শিকেয় উঠে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!