এখন পড়ছেন
হোম > রাজ্য > আনিস-কান্ডে হস্তক্ষেপ করবেন রাজ্যপাল ? নয়া পদক্ষেপে জেরবার রাজ্য !

আনিস-কান্ডে হস্তক্ষেপ করবেন রাজ্যপাল ? নয়া পদক্ষেপে জেরবার রাজ্য !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক কোনোকালেই ভালো ছিল না। বিভিন্ন বিষয়ে রাজ্যপালের মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে ফেলে দেয় রাজ্য সরকারকে‌। আর এই পরিস্থিতিতে আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে যখন গোটা রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন তৈরি হয়েছে, ঠিক তখনই গোটা বিষয়ে মন্তব্য করলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। যার জেরে সরকারের চাপ আরও বাড়বে বলে মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে মন্তব্য করেন রাজ্যপাল জাগদীপ ধনকার। যেখানে তিনি বলেন, “এই মামলা স্পষ্ট হয়ে যাওয়া উচিত। গোটা বিষয়টির উপর আমার নজর আছে। কিন্তু আমি মন্তব্য করলে অন্য প্রভাব ফেলতে পারে। কিন্তু আমি এই বিষয়ে অত্যন্ত সক্রিয়‌। সময়েই প্রতিক্রিয়া দেবো।” বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যপাল এই মন্তব্য করে বুঝিয়ে দিতে চাইছেন, তিনি গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন।

তাই সরকারের পক্ষ থেকে যেন গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়। আর যদি শেষ পর্যন্ত তিনি গোটা বিষয়ে সন্তুষ্ট না হন, তাহলে তিনি যে পদক্ষেপ গ্রহণ করবেন, সেই বিষয়টিও রাজ্যপালের বক্তব্যের মধ্য দিয়ে উঠে এলো বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!