এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আনিসের মৃত্যুতে কেন সক্রিয় নয় রাজ্য? বড় কারণ ফাঁস করলেন অধীর!

আনিসের মৃত্যুতে কেন সক্রিয় নয় রাজ্য? বড় কারণ ফাঁস করলেন অধীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক ক্রমশ ঊর্ধ্বমুখী। সকলেই দাবি করছেন, এর সুবিচার হোক। আর এই পরিস্থিতিতে রাজ্যের ভূমিকা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে এবার সেই আনিস খানের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে গোটা বিষয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যেখানে কেন আনিস খানের মৃত্যুর পরেও রাজ্য সক্রিয় নয়, সেই বিষয়ে বোমা ফাটালেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যেখানে তিনি বলেন, “রিজওয়ানুর রহমান যখন মারা গিয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রী তৎপর ছিলেন। তখন তিনি সক্রিয় ছিলেন। কিন্তু আনিস খানের মৃত্যুতে বাংলার মুখ্যমন্ত্রী নিষ্ক্রিয় কেন! কারণ ভোটের বাজারে প্রয়োজন নেই তাই। ভোটের বাজারে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ড চলে। ভোটের সময় সংখ্যালঘুদের কথা ভাবেন, আর ভোট শেষ হয়ে গেলে সেদিকে দৃষ্টিপাত করেন না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, অধীর চৌধুরী এই কথা বলে রাজ্যকে চাপে ফেলে দিলেন। এমনিতেই ছাত্রনেতার এই মৃত্যু নিয়ে যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার। তাঁর মধ্যে অধীরবাবুর এই মন্তব্য রাজ্যের অস্বস্তি দ্বিগুণভাবে বাড়িয়ে দিল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!