এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অনিয়মের অভিযোগ, গণনাকেন্দ্র ত্যাগ করলেন বিজেপি প্রার্থী!

অনিয়মের অভিযোগ, গণনাকেন্দ্র ত্যাগ করলেন বিজেপি প্রার্থী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যেমন অভিযোগ-পাল্টা অভিযোগ ছিল, ঠিক তেমনই গণনাপর্বের সময়েও এবার বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই গননা পর্ব শুরু হয়ে গিয়েছে। চলছে কাঁটায় কাঁটায় টক্কর। আর তার মাঝেই গণনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন বসিরহাট মহকুমা হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। গণনা শুরু হতেই যেভাবে বিজেপি প্রার্থী গণনা কেন্দ্র ত্যাগ করলেন, তাতে গুঞ্জন ক্রমশ উর্ধমূখী।

কিন্তু ঠিক কি কারণে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি প্রার্থী? জানা গেছে, বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা অভিযোগ করেছেন, করোনা সচেতনতা কাউন্টিং টেবিলে মানা হচ্ছে না। এক্ষেত্রে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীরা সামনের দিকে চেয়ার দখল করে নিয়েছেন। সকলেই একে অপরের সঙ্গে সংস্পর্শে থেকে করোনা বিধি মানছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রীতিমত গণনা কেন্দ্র ত্যাগ করেছেন এই বিজেপি প্রার্থী। স্বাভাবিক ভাবেই নির্বাচনের সময়ে বিভিন্ন ক্ষেত্রে গন্ডগোল সামনে আসে। কিন্তু গণনার সময় যখন জোরদার লড়াই চলছে দুই পক্ষের মধ্যে, তখন এভাবে বিজেপি প্রার্থীর গণনাকেন্দ্র ত্যাগ কার্যত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, এদিন গণনা পর্ব শুরু হতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যেখানে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের ঘরের সামনে বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা। করোনা বিধি না মানার কারণে সরব হয়েছেন তিনি। তবে গণনা শুরু হতেই যে উত্তেজনা তৈরী হল হাড়োয়া বিধানসভা কেন্দ্রে, তা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যেভাবে বিজেপি প্রার্থী গণনায় করোনা বিধি না মানার অভিযোগ তুলে কার্যত কক্ষত্যাগ করলেন, তাতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন সকলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!